পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP candidate Arrested : 50 জন কর্মী নিয়ে ভোটের প্রচার ! চন্দননগরে বিজেপি প্রার্থী সহ গ্রেফতার সাত - চন্দননগরে গ্রেফতার বিজেপি প্রার্থী

চন্দননগরের মালাপাড়া এলাকায় ভোটের প্রচার করছিলেন চন্দননগর 26 নম্বর ওয়ার্ডে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী ও নেতারা । প্রার্থীর সঙ্গে ছিলেন জনা পঞ্চাশ মানুষ ৷ খবর পেয়ে তাঁদের আটকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ (BJP candidate arrested in chandannagar) ৷

BJP candidate detained
চন্দননগরে গ্রেফতার প্রার্থী সহ সাত বিজেপি নেতা

By

Published : Jan 9, 2022, 2:27 PM IST

চন্দননগর, 9 জানুয়ারি : জমল না চন্দননগর পৌরনিগমের ভোটে বিজেপির রবিবাসরীয় প্রচার ৷ ভোটের প্রচারে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগে গ্রেফতার হয়েছেন 26 নম্বর ওয়ার্ডের বিজেপি প্রার্থী সন্ধ্যা দাস ৷ কোভিডবিধি না মানায় আরও ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ (BJP candidate arrested in chandannagar) ৷

প্রচারে বেরিয়েছেন বিজেপি প্রার্থী ৷ আর তাঁর পিছনে হাঁটছে অন্তত জনা পঞ্চাশ নেতা, কর্মী ! রাজ্যে করোনা পরিস্থিতি বিচার করে রাজ্য নির্বাচন কমিশন ভোট প্রচারের ক্ষেত্রে কিছু নিয়ম লাগু করেছে ৷ যেখানে বলা হয়েছে, বাড়ি বাড়ি প্রচারের ক্ষেত্রে প্রার্থী সহ পাঁচজন থাকতে পারবে ৷ অথচ সেই নির্দেশকে অমান্য করে প্রচারে নেমেছিলেন চন্দননগরের 26 নম্বর ওয়ার্ডের প্রার্থী সন্ধ্যা দাস ৷ সঙ্গে ছিলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার ও যুবমোর্চার সভাপতি সুরেশ সাউ সহ বেশ একাধিক নেতা কর্মীরা ৷

জানা গিয়েছে, চন্দননগরের মালাপাড়া এলাকায় ভোটের প্রচার করছিলেন চন্দননগর 26 নম্বর ওয়ার্ডে প্রচার করছিল বিজেপি প্রার্থী ও নেতারা । প্রার্থীর সঙ্গে ছিলেন জনা পঞ্চাশ মানুষ ৷ খবর পেয়ে তাদের আটকায় চন্দননগর কমিশনারেটের পুলিশ ৷ এরপরই পুলিশের সঙ্গে পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ সহ অন্যান্যদের বচসা শুরু হয় ৷ বিজেপি নেতৃত্বের বক্তব্য, গঙ্গাসাগরের মেলা রমরমিয়ে চলছে ৷ সেটা আগে বন্ধ করুক সরকার । বিজেপি নেতা কর্মীরা স্লোগান তুলে বিক্ষোভ দেখায় ৷ এরপর প্রার্থী সহ মোট সাতজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ ৷ পরে তাঁদের গ্রেফতার করা হয় ৷

আরও পড়ুন : AMC Election 2022 : বাড়ছে কোভিড, কেমন চলছে আসানসোলে ভোট প্রচার ?

পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের অভিযোগ, "শাসক দল তৃণমূল অনেক লোক নিয়ে প্রচার করলেও পুলিশের তা নজরে পড়ছে না । বিজেপি বলে প্রচারে বাধা দিচ্ছে পুলিশ ৷ আসলে তৃণমূল ভয় পেয়ে গিয়েছে । বিজেপি বলেছিল ভোট পিছিয়ে দেওয়া হোক । কিন্তু সেই দাবি পূরণ করা হয়নি ৷" গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন, "ভোট-মেলা দুইমাস পিছিয়ে দিলে ভাল হয় ।" সেই প্রসঙ্গে পুরশুড়ার বিধায়ক বলেন, "তৃণমূল নেতারা অনেক কথা বলেন ৷ কিন্তু বিপরীত কাজ করেন । অভিষেক বলেছিলেন কলকাতায় ভোট সন্ত্রাস না করতে ৷ কলকাতা পৌরনিগমের ভোটে কী হয়েছে তা সবাই দেখেছে । আসলে ওরা মানুষের সামনে এক কথা বলে আর কর্মীদের অন্য নির্দেশ দেয় ।"

ABOUT THE AUTHOR

...view details