শ্রীরামপুর, 30 মে: 624 বছরের ঐতিহ্য ভেঙে গেল কোরোনা ভাইরাসের জেরে ৷ শ্রীরামপুরের মাহেশের রথ বিশ্বখ্যাত ৷ বিগত 624 বছর ধরে আয়োজিত হচ্ছে রথযাত্রা ৷ কিন্তু এইবছর কোরোনা ভাইরাসের জেরে বন্ধ হয়ে গেল প্রাচীন রথ যাত্রা ৷
আজ মাহেশ মন্দির কমিটির তরফ থেকে একটি বৈঠক করা হয়, সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক রত্নাকর রাও-ও ৷ বৈঠকের পরই মন্দির কমিটির ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রধান সেবায়েত সৌমেন অধিকারী রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত ঘোষণা করেন ৷
তিনি জানান, ‘‘23 জুন রথযাত্রা ৷ বিগত 624 বছর ধরে রথযাত্রার আয়োজন করা হচ্ছে ৷ প্রতিবছরই লক্ষাধিক মানুষের আগমন হয় মাহেশের রথ ও মেলাকে কেন্দ্র করে ৷ তবে এইবছর কোরোনা ভাইরাসের জেরে স্থগিত রাখা হল রথযাত্রা ৷ গত বছর 10 লাখ মানুষের জনসমাগম হয়েছিল ৷ এই বছরও রথযাত্রার আয়োজন করলে কমপক্ষে সাত লক্ষ মানুষের সমাগম তো হবেই ৷ এত মানুষ একসঙ্গে জমায়েত করলে ভয়াবহ আকার ধারণ করবে ৷ তাই আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গো যোগাযোগ করি ৷ তিনি জেলাশাসকের সঙ্গে যোগাযোগ করতে বলেন ৷ ওঁর সঙ্গে কথা বলার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ ’’
মন্দির কমিটির সদস্যদের বক্তব্য তার ছেলে ও মন্দিরের সেবায়েত তমাল অধিকারী জানান, ‘‘কোরোনা ভাইরাস সংক্রমণ রুখতেই এই বছর রথযাত্রা স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ তবে পুজো ও যাবতীয় আচার-অনুষ্ঠান রীতি মেনেই করা হবে ৷ পুণ্যার্থীদের জন্য মন্দিরের তরফেই ফেসবুক লাইভে দেখানো হবে জগন্নাথ দেবের পুজো ৷ বাড়িতে বসেই এবার মাহেশের পুজো দেখা সম্ভব হবে ৷’’
অন্যদিকে জেলাশাসক রত্নাকর রাও-ও বলেন, ‘‘এইবছর যেহেতু পরিস্থিতিটা একটু অন্যরকম ৷ যেভাবে কোরোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে, সেই কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রশাসনের তরফ থেকে সমস্ত রকম সহযোগিতা করা হবে ৷ প্রতিবছর যেমন প্রশাসনের তরফে আয়োজন করা হয়েছিল, এইবছরও সেইরকমই আয়োজন করা হবে ৷ মন্দিরের কিছু সংস্কারের প্রয়োজন ৷ সেইজন্যও আজ পূর্ত দপ্তরের আধিকারিককে ডাকা হয়েছে, পরিদর্শন করে সংস্কারের জন্য কাজ দ্রুত শুরু করা হবে ৷’’