পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মতুয়া সম্প্রদায়ের 500 জনের যোগ BJP-তে

চুঁচুড়া ও মগরা থেকে মতুয়া সম্প্রদায়ের 500 জন যোগ দিল BJP-তে । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি সাংগঠনিক জেলার BJP সভাপতি সুবীর নাগ ।

মতুয়া

By

Published : Jun 7, 2019, 4:48 PM IST

চুঁচড়া, 7 জুন : হুগলি জেলায় মতুয়া সম্প্রদায়ের 500 জন যোগ দিলেন BJP-তে । আজ তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন হুগলি সাংগঠনিক জেলার BJP সভাপতি সুবীর নাগ ।

লোকসভা নির্বাচনে হুগলিতে বিপুল ভোটে জয়ী হয়েছেন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । তৃণমূলের হাত ছাড়া হয়েছে বনগাঁ এবং রানাঘাট আসনও । এরপরেই BJP-র কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, "সামনে কঠিন লড়াই"। তার জন্য কলকাতায় বৈঠক করে দলীয় কর্মীদের প্রস্তুতি নেওয়ার বার্তাও দিয়ে গেছিলেন তিনি । আজ হুগলি জেলা মতুয়া মহাসংঘের সহ সভাপতি মৃণাল বিশ্বাসের নেতৃত্বে চুঁচুড়া ও মগরা থেকে মতুয়া সম্প্রদায়ের 500 জন BJP-তে যোগ দেন । তাহলে কি 2021 বিধানসভা ভোটের প্রস্তুতি শুরু করে দিল BJP ? প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে ।


এপ্রসঙ্গে সুবীর নাগ বলেন, "হুগলি মতুয়া মহাসংঘের সহ সভাপতি মৃণালবাবু BJP-তে যোগ দিয়েছেন । তার সঙ্গে আরও ৫০০ মানুষ আমাদের দলে যোগ দিয়েছেন । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মতুয়া সম্প্রদায়ের মানুষকে নাগরিকত্ব দেওয়া ও উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন । আমরা তাঁর পাশে আছি ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details