পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শ্রীরামপুরে ডেঙ্গিতে মৃত্যু শিশুর - child died of dengue news

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বছর পাঁচেকের সুনিধি শর্মা। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার। ঘটনাটি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণির ।

ছবি

By

Published : Nov 19, 2019, 2:35 PM IST

Updated : Nov 19, 2019, 7:21 PM IST

শ্রীরামপুর, 19 নভেম্বর : বৈদ্যবাটির পর শ্রীরামপুর । ডেঙ্গির মৃত্যু আরও একজনের । আজ ডেঙ্গিতে মৃত্যু হল এক শিশুর। নাম সুনিধি শর্মা(5)। বাড়ি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণিতে ।

রিষড়ার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সুনিধি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। আজ ভোরেই মৃত্যু হয় । বাবা কানহাইয়ালাল শর্মা বলেন, "জ্বরে ভুগছিল সুনিধি । প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর মেডিকেল কলেজে ভরতি করা হয়। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার।

ভিডিয়োয় শুনুন সুনিধি শর্মার বাবার বক্তব্য

বেশ কয়েকদিন ধরেই শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে । দিন কয়েক আগে বৈদ্যবাটির কাজিপাড়ায় ডেঙ্গিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

Last Updated : Nov 19, 2019, 7:21 PM IST

ABOUT THE AUTHOR

...view details