পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

সিকিমে খাদে গাড়ি, মৃত রাজ্যের 5 - hoogly

সিকিমের বাবা মন্দির থেকে ফেরার পথে মৃত্যু হয় তাদের৷

দুর্ঘটনাগ্রস্ত গাড়ি

By

Published : Apr 29, 2019, 6:14 PM IST

গ্যাংটক ও হুগলি, 29 এপ্রিল : সিকিমে গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হল এরাজ্যের পাঁচ পর্যটকের৷ তাঁরা সকলেই হুগলির বাসিন্দা৷

সিকিমের শেরথ্যাং থানার তরফে জানা গেছে, গতকাল সন্ধেয় বাবা মন্দির থেকে ফিরছিলেন তাঁরা৷ সেসময় রাস্তায় থাকা বরফে পিছলে প্রায় 400 ফুট নিচে পড়ে যায় গাড়িটি৷ ঘটনাস্থানেই মৃত্যু হয় পাঁচজনের৷ তাঁরা হরিপাল ও কলকাতার বাসিন্দা৷ মৃতরা হলেন, স্নেহাশিস বোস (56), শুভজিৎ বোস (26), কাকলি বোস (50), সন্দীপ কর (44) ও সোমা কর (32)৷ দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন৷ তাদের মধ্যে মৌমা বোস ও ভুলু কর এরাজ্যের বাসিন্দা৷ তাঁদের সিকিমের নিউ সেন্ট্রাল হাসপাতালে ভরতি করা হয়েছে৷

দুর্ঘটনার খবর পেয়ে হরিপালের বিধায়ক বেচারাম মান্না মুখ্যমন্ত্রীর অফিসে, ডিজ়াস্টার ম্যানেজমেন্ট অফিস ও দিল্লিতে রাজ্য সরকারের রেসিডেনশিয়াল কমিশনারের অফিসে যোগাযোগ করেন৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details