শ্রীরামপুর (হুগলি), 21 মে : সকাল দশটার পরেও সরকারি নির্দেশিকাকে উপেক্ষা করে খোলা থাকছে দোকান-বাজার ৷ আর তাতেই বাড়ছে সংক্রমণের আশঙ্কা ৷ তাই দোকান ও বাজার বন্ধ করতে এবার কড়া পদক্ষেপ করল হুগলির শ্রীরামপুর থানার পুলিশ ৷ শ্রীরামপুরের পাঁচুবাবুর বাজারে হানা দিয়ে 4 জন ব্যবসায়ীকে আটক করা হয়েছে ৷
সরকারি নির্দেশিকা উপেক্ষা করে খোলা বাজার, শ্রীরামপুরে আটক 4 - খোলা বাজার
সকাল 7 টা থেকে 10 চা পর্যন্ত বাজার ও দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ কিন্তু, সেই নির্দেশিকাকে উপেক্ষা করে বেলা বারোটার সময় চলছে বেচাকেনা ৷ শ্রীরামপুরের পাঁচুবাবুর বাজারে এমন দৃশ্যই দেখা গেল ৷ আর এই খবর পেয়ে কড়া পদক্ষেপ নিল শ্রীরামপুর থানার পুলিশ ৷
আরও পড়ুন : নির্দিষ্ট সময়ের পর বাজার খোলা কোচবিহারে, বন্ধ করাল পুলিশ
গত 16 মে থেকে রাজ্যে কার্যত লকডাউন ঘোষণা করেছে সরকার ৷ যেখানে সকাল 7 টা থেকে 10টা পর্যন্ত বাজার ও দোকান খোলা রাখার অনুমতি দিয়েছে প্রশাসন ৷ কিন্তু, সেই নির্দেশিকাকে উপেক্ষা করে বেলা বারোটার সময় চলছে বেচাকেনা ৷ শ্রীরামপুরের পাঁচুবাবুর বাজারে এমন দৃশ্যই দেখা গেল ৷ আর এই খবর পেয়ে কড়া পদক্ষেপ করল শ্রীরামপুর থানার পুলিশ ৷ বাজারে হানা দিয়ে দোকানপাট বন্ধ করানোর পাশাপাশি, নিয়মভঙ্গ করায় 4 জনকে আটক করা হয়েছে ৷ সেই সঙ্গে অন্যান্য দোকানদারদের সতর্ক করে দেওয়া হয়েছে প্রশাসনের তরফে ৷