পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোরোনায় মৃত্যু ডেপুটি ম্যাজিস্ট্রেটের, মাতৃহারা শিশু

কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের ৷

কোরোনায় মৃত্যু চন্দননগর SDO ডেপুটি ম্যাজিস্ট্রেটের
কোরোনায় মৃত্যু চন্দননগর SDO ডেপুটি ম্যাজিস্ট্রেটের

By

Published : Jul 13, 2020, 4:35 PM IST

Updated : Jul 13, 2020, 10:40 PM IST

চন্দননগর, 13 জুলাই: কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের (৩৮)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ এক সপ্তাহ আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ন'টা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷

দমদম লিচুবাগানের বাসিন্দা বছর 38-এর দেবদত্তা রায় 2010-11 ব্যাচের WBCS (এগজ়িকিউটিভ) অফিসার । একসময় পুরুলিয়া 2 ব্লকের BDO পদে কর্মরত ছিলেন তিনি । বর্তমানে হুগলির চন্দননগর মহকুমায় DMDC পদে কাজ করছিলেন । লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছিলেন ৷ ভিন রাজ্য থেকে ডানকুনিতে আসা শ্রমিকদের দায়িত্ব সামলেছেন । কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর বাড়িতেই ছিলেন ৷ অবস্থার অবনতি হওয়ায় রবিবার হাসপাতালে ভরতি করা হয় ৷ জানা গেছে, তাঁর স্বামীও কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । বাড়িতে তাঁর চার বছরের সন্তান আছে ।

দেবদত্তা রায়

দেবদত্তা রায়ের মৃত্যুতে টুইটারে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । টুইটারে তিনি লেখেন, "দেবদত্তা রায়ের মৃত্যুতে শোকাহত । তিনি চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর ছিলেন । অল্পবয়সী একজন WBCS(এগজ়িকিউটিভ) অফিসার ছিলেন দেবদত্তা । কোরোনা প্যানডেমিক পরিস্থিতিতে সামনের সারিতে দাঁড়িয়ে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন । কর্তব্যে সবসময় অবিচল ছিলেন ।" দেবদত্তার স্বামীর সঙ্গে ফোনে কথা বলেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী ৷

গতকাল পর্যন্ত হুগলি জেলায় মোট আক্রান্ত 1528 জন ৷ সুস্থ হয়ে উঠেছেন 1057 জন ৷ মৃত্যু হয়েছে 29 জনের ৷ সক্রিয় আক্রান্তের সংখ্যা 442 । এখনও পর্যন্ত 21টি জায়গায় কনটেনমেন্ট জ়োন করা হয়েছে হুগলিতে । পরিস্থিতি বুঝে কনটেনমেন্ট জ়োন বাড়ানো হবে । প্রশাসনের তরফে একথা জানানো হয়েছে ৷

Last Updated : Jul 13, 2020, 10:40 PM IST

ABOUT THE AUTHOR

...view details