চন্দননগর, 13 জুলাই: কোরোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হল চন্দননগরের ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবদত্তা রায়ের (৩৮)। গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন ৷ এক সপ্তাহ আগে তাঁর শরীরে কোরোনার উপসর্গ দেখা দেয় । রবিবার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে শ্রীরামপুর শ্রমজীবী কোরোনা হাসপাতালে ভরতি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ন'টা নাগাদ তাঁর মৃত্যু হয় ৷
দমদম লিচুবাগানের বাসিন্দা বছর 38-এর দেবদত্তা রায় 2010-11 ব্যাচের WBCS (এগজ়িকিউটিভ) অফিসার । একসময় পুরুলিয়া 2 ব্লকের BDO পদে কর্মরত ছিলেন তিনি । বর্তমানে হুগলির চন্দননগর মহকুমায় DMDC পদে কাজ করছিলেন । লকডাউনের সময় পরিযায়ী শ্রমিকদের সাহায্যে এগিয়ে এসেছিলেন ৷ ভিন রাজ্য থেকে ডানকুনিতে আসা শ্রমিকদের দায়িত্ব সামলেছেন । কিছুদিন আগেই অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসার পর বাড়িতেই ছিলেন ৷ অবস্থার অবনতি হওয়ায় রবিবার হাসপাতালে ভরতি করা হয় ৷ জানা গেছে, তাঁর স্বামীও কোরোনায় আক্রান্ত হয়েছিলেন । বাড়িতে তাঁর চার বছরের সন্তান আছে ।