চুঁচুড়া, 27 অক্টোবর : ভাগাড় কাণ্ডের ছায়া চুঁচুড়ায় । উদ্ধার প্রায় 300 কেজি পচা মাংস । ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে দুই মাংস বিক্রেতাকে । নাম অরূপ ঘোষ ও বিদ্যুৎ কুমার মণ্ডল । আজ তাদের আদালতে তোলা হবে ।
ভাগাড় কাণ্ডের ছায়া চুঁচুড়ায়, উদ্ধার 300 কেজি পচা মাংস - ভাগাড় কাণ্ডের ছায়া চুঁচুড়ায়
স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের লিখিত অভিযোগের ভিত্তিতে দুটি দোকানে চুঁচুড়া থানার পুলিশ অভিযান চালায় । উদ্ধার করে 300 কেজি পচা মাংস । গ্রেপ্তার করা হয় ওই দুই দোকানদারকে ।
2018 সালে বজবজ থেকে প্রায় 70 টন পচা মাংস উদ্ধার করা হয় । তারপর থেকেই বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে পচা মাংস উদ্ধার হয় । জানা যায়, ভাগাড়ের মরা পশুর মাংস সুকৌশলে মিশিয়ে দেওয়া হয় টাটকা মাংসের সঙ্গে । গ্রেপ্তার করা হয় বজবজ ভাগাড় কাণ্ডের মূল অভিযুক্তকেও । এবাব ফের সেরকমই দৃশ্য ধরা পড়ল চুঁচুড়ার দুটি মাংসের দোকানে ।
হুগলির তালডাঙা পৌর বাজার এলাকা ও বলরাম গালি কামার পাড়া এলাকা । দুটি এলাকারই একটি করে দোকানের রেফ্রিজারেটরে মজুত রয়েছে প্রচুর পরিমাণে পচা মাংস । স্বাস্থ্য সুরক্ষা দপ্তরের লিখিত এই অভিযোগের ভিত্তিতে ওই দুটি দোকানে চুঁচুড়া থানার পুলিশ অভিযান চালায় । উদ্ধার করে 300 কেজি পচা মাংস । গ্রেপ্তার করা হয় ওই দুই দোকানদারকে ।