পোলবা, 3 এপ্রিল : পোলবায় একটি ডোবা থেকে চোলাই মদের কাঁচামালের জার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ঘটেছে পোলবার মহেশপুরে । আবগারি দফতর জারগুলি বাজেয়াপ্ত করেছে (Country Liquor making Raw material Recovered in Polba) ৷
জানা গিয়েছে, শনিবার মাছ ধরার জন্য পাম্প বসিয়ে ডোবার জল সেচ করে তুলে ফেলা হচ্ছিল । জল কিছুটা কমতেই কচুরি পানার ফাঁকে দেখা যায় নীল রঙের সারি সারি প্লাস্টিকের জার । প্রথমে স্থানীয় বাসিন্দারা এই জারে হাত দিতে ভয় পাচ্ছিলেন । বোমা বা অন্য কিছু রয়েছে ওই জারগুলিতে, এমন সন্দেহে খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে । সেখান থেকে 30টি জার ভর্তি চোলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় । পুলিশ খবর দেয় আবগারি দফতরকে । মহেশপুর গ্রামের পাশেই আমদাবাদ গ্রামে বেআইনি চোলাই ভাঁটি চলে । সেই চোলাই তৈরির জন্য় নিশাদল দিয়ে গুড় পচাতে দেওয়া হয় ঠান্ডা জলে । সেই পচা গুড় দিয়ে তৈরি হয় চোলাই । চোলাই তৈরির জন্য জার ভরে ভরে কাঁচামাল মজুত করে রাখা ছিল বলে মনে করছে আবগারি দফতর ।