পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly Country Liquor : কচুরিপানার ফাঁকে সারি সারি নীল জার ! চাঞ্চল্য পোলবায়

পোলবায় পুকুর থেকে 30টি চোলাই তৈরির কাঁচামালের জার উদ্ধার (Country Liquor making Raw Material Recovered in Polba) ৷ ঘটনাস্থলে যায় আবগারি দফতর ৷

Polba Liquor Recover
পোলবায় উদ্ধার 30 টি মদের জার

By

Published : Apr 3, 2022, 9:21 AM IST

Updated : Apr 3, 2022, 10:12 AM IST

পোলবা, 3 এপ্রিল : পোলবায় একটি ডোবা থেকে চোলাই মদের কাঁচামালের জার উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল । ঘটনাটি ঘটেছে পোলবার মহেশপুরে । আবগারি দফতর জারগুলি বাজেয়াপ্ত করেছে (Country Liquor making Raw material Recovered in Polba) ৷

জানা গিয়েছে, শনিবার মাছ ধরার জন্য পাম্প বসিয়ে ডোবার জল সেচ করে তুলে ফেলা হচ্ছিল । জল কিছুটা কমতেই কচুরি পানার ফাঁকে দেখা যায় নীল রঙের সারি সারি প্লাস্টিকের জার । প্রথমে স্থানীয় বাসিন্দারা এই জারে হাত দিতে ভয় পাচ্ছিলেন । বোমা বা অন্য কিছু রয়েছে ওই জারগুলিতে, এমন সন্দেহে খবর দেওয়া হয় পোলবা থানার পুলিশকে । সেখান থেকে 30টি জার ভর্তি চোলাই মদ তৈরির কাঁচামাল উদ্ধার করা হয় । পুলিশ খবর দেয় আবগারি দফতরকে । মহেশপুর গ্রামের পাশেই আমদাবাদ গ্রামে বেআইনি চোলাই ভাঁটি চলে । সেই চোলাই তৈরির জন্য় নিশাদল দিয়ে গুড় পচাতে দেওয়া হয় ঠান্ডা জলে । সেই পচা গুড় দিয়ে তৈরি হয় চোলাই । চোলাই তৈরির জন্য জার ভরে ভরে কাঁচামাল মজুত করে রাখা ছিল বলে মনে করছে আবগারি দফতর ।

আরও পড়ুন :Clash At Ashoknagar : মদ খাওয়ার প্রতিবাদ করায় মহিলাদের উপর হামলা ! আহত 5

মালিক পক্ষ দিলীপ রাম খাঁড়া বলেন, "এখানে মদের কাঁচা মাল রাখা ছিল । আমরা কিছু জানি না । বিষয়টি দেখে আমরা কেউ কিছুতে হাত দিইনি ৷ পুলিশকে খবর দিয়েছি । মদের গন্ধ পাওয়া যাচ্ছে । এখানে কেউ বা কারা এই প্লাস্টিকের জারগুলি ডুবিয়ে রেখে ছিল ।" চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, "আবগারি দফতর এবং পুলিশ মদের কারবার বন্ধ করার চেষ্টা করছে । কিন্তু যেভাবে আগের সরকার সমাজটাকে দূষিত করেছে । সেটাকে আসতে আসতে শোধরানো হচ্ছে ।" এই বিষয়ে বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, "বাংলায় সব জায়গায় চোলাইয়ে ভরে গিয়েছে ৷ মুখ্য়মন্ত্রী তো চাইছেন যে সকলে মদ খাক, সেইজন্য় দিকে দিকে মদের ভাটি তৈরি হচ্ছে ৷"

Last Updated : Apr 3, 2022, 10:12 AM IST

ABOUT THE AUTHOR

...view details