পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Gang Rape at Polba: টিউশন থেকে ফেরার পথে অজ্ঞান করে নাবালিকাকে গণধর্ষণ, গ্রেফতার 3 - gang rape a student at Polba

শনিবার বিকালে টিউশন পড়তে গিয়েছিল একাদশ শ্রেণির ছাত্রী ৷ সেখান থেকে ফেরার পথে তার উপর যৌন নির্যাতন চালায় পাঁচ যুবক ৷ পোলবা থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর পরিবার ।

Etv Bharat
Etv Bharat

By

Published : Apr 9, 2023, 8:07 PM IST

নির্যাতিতা ছাত্রীর বাবার বক্তব্য

পোলবা, 9 এপ্রিল:টিউশন পড়তে গিয়ে গণধর্ষণের শিকার ছাত্রী ৷ গ্যাস দিয়ে অজ্ঞান করে একাদশ শ্রেণির ওই ছাত্রীকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ ৷ শনিবার হুগলির পোলবার এই ঘটনায় ইতিমধ্য়েই থানায় গণধর্ষণের অভিযোগও দায়ের করেছে ছাত্রীর পরিবার ৷ এই ঘটনায় রবিবার তিনজনকে গ্রেফতার করে তদন্ত শুরু করেছে পুলিশ ৷

জানা গিয়েছে, শনিবার বিকালে টিউশন পড়তে গিয়েছিল একাদশ শ্রেণির ওই ছাত্রী ৷ এরপর রাতে আর বাড়ি ফেরেনি সে ৷ শিক্ষককে ফোন করা হলে, তিনি জানান আগেই বলে দিয়েছিলেন তিনি ওইদিন পড়াবেন না । এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরও খোঁজ না পেয়ে ওইদিন রাতেই পোলবা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার । বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধেও পুলিশে লিখিত অভিযোগ দায়ের করা হয় । কিন্তু মেয়েটির কোনও সন্ধান রাতে পাওয়া যায়নি । রবিবার ভোরে নিজেই বাড়ি ফিরে আসে ছাত্রীটি ৷

পরিবার সূত্রে খবর, বাড়ি ফিরলেও তার অবস্থা দেখে সন্দেহ হয় বাড়ির লোকের ৷ এরপরই নাবালিকার কাছে ঘটনা জানতে পেরে স্থানীয় বিজেপি পরিচালিত পঞ্চায়েত সদস্যকে বিষয়টি জানায় তার পরিবার । এরপরই বিজেপি সদস্য নির্যাতিতার পরিবারকে নিয়ে পোলবা থানায় বেশ কয়েকজন যুবকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে ৷

পুলিশ সূত্রে খবর, ছাত্রীটি টিউশন ছুটি শুনে বেড়াতে গিয়েছিল । সেখান থেকে ফেরার পথে ভাটুয়ার বিজন রায় নামে এক পরিচিত যুবক তার পথ আটকায় । বিজন তাকে বিয়ের প্রস্তাবও দেয় । তাতে রাজি না হওয়ায় মেয়েটির নাকে কিছু স্প্রে করে ওই যুবক । পুলিশের দাবি, বিজন-সহ পাঁচজন দুটি বাইকে করে নির্জন আমাবাগানে নিয়ে যায় ওই ছাত্রীকে । সেখানেই অচৈতন্য অবস্থায় তার উপর যৌন নির্যাতন চালায় ওই যুবকরা ৷ পুলিশকে ওই ছাত্রী জানিয়েছে, ভোরে জ্ঞান ফিরে আসতে তার সাইকেল পাশেই রয়েছে দেখতে পায় । অভিযুক্তরা ফোনে কথা বলতে ব্যস্ত থাকার সুযোগে সেখান থেকে পালিয়ে আসে সে ৷

আরও পড়ুন: 'ভালোবাসা বাড়াও, জনসংখ্যা নয় !' বিশ্ব জন্মদানবিরোধী দিবসে প্রচার তিলোত্তমায়

পোলবা থানার পুলিশ বিজন-সহ তিনজনকে গ্রেফতার করেছে । এই ঘটনার সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তাদের খোঁজ চালাচ্ছে পুলিশ ৷ পাশাপাশি আসলে কী ঘটেছিল তাও খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার ৷

ABOUT THE AUTHOR

...view details