ভদ্রেশ্বর, 12 অক্টোবর: কালিকাপুরাণ মতে, আনুমানিক 290 বছর ধরে দুর্গাপুজো হয়ে আসছে বিঘাটির চক্রবর্তী পরিবারে। এই পরিবারে শাক্তধর্মের সাধকরা মাতৃ আরাধনা করতেন। পরিবার সূত্রে শোনা যায়, মা দুর্গার কাঠামোতে লোহার শিকল বাঁধা থাকে পুজোর পাঁচদিন। কথিত রয়েছে, আগে পুজো চলাকালীন দুর্গা ঠাকুরের কাঠামো কাঁপত। যাতে প্রতিমা পড়ে গিয়ে পুজোয় ব্যাঘাত না-ঘটে সেই কারণেই শিকল লাগানো থাকে। সেই রীতি মেনে আজও শিকল লাগানো থাকে মা দুর্গাকে। এই পুজোয় প্রতিদিন অন্ন ভোগের সঙ্গে তিনদিন বলি প্রথা রয়েছে। তার মধ্যে সন্ধি পুজোয় ছাগবলি প্রচলন রয়েছে । এই পুজোর আরও রীতিনীতি জানতে ইটিভি ভারতের প্রতিনিধি খোঁজ নিলেন ৷
ভদ্রেশ্বর বিঘাটি গ্রামের ধোপাপুকুরে চক্রবর্তীদের প্রথম পুজোর পতন করা হয় আনুমানিক বাংলার 1135 সনে। এখানে সিংহবাহিনী মা দুর্গা অসুরের সঙ্গে লক্ষ্মী, গণেশ, সরস্বতী ও কার্তিককে নিয়ে এক চালায় অধিষ্ঠিতা। পরিবার সূত্রে শোনা যায়, কোনও এক সময় পরিবারে আর্থিক সংকট নেমে আসে। পুজো বন্ধ করে দেওয়ার উপক্রম হয়। পরে মায়ের আদেশেই কলা গাছের থোর দিয়ে নৈবেদ্য দিয়ে পুজো করা হয়। তাই নবমীর দিন থোরের নৈবেদ্য দিয়ে পুজো করা হয়।