পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গবাদি পশুকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট 3, মৃত 2 - হুগলি

আজ সকালে বাজেদিগরিয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয় একটি গবাদিপশু । তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট তিনজন ।

2 died in haripal by Electrostatic
হরিপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু দুই

By

Published : Jul 1, 2020, 6:16 PM IST

হরিপাল, 1জুলাই : হরিপালে বিদ্যুৎস্পৃষ্ট হয়েমৃত্যু হল দু'জনের ।ঘটনায় আহত এক । স্থানীয় সূত্রে খবর,চাষের জমির উপর দিয়ে কেবলের তারেরসঙ্গেGIতারপেঁঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছিল । সেই তারের সংস্পর্শে এসে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুহয় এক গবাদি পশুসহ দু'জনের ।ঘটনায় আহত একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে ।

হরিপালথানার বাজেদিগরিয়া গ্রামের চাষ জমির উপর দিয়ে কেবলের তারের সঙ্গেGIতার পেঁঁচিয়ে নিয়ে যাওয়া হয়েছিল ।স্থানীয় বাসিন্দাদের অভিযোগ গতকাল স্থানীয় কেবল ব্যবসায়ীকে বার বার নিষেধ করাসত্ত্বেও তিনি একাজ করেন । আজ সকালে সেই তারের সংস্পর্শে এসে প্রথমে বিদ্যুৎস্পৃষ্টহয় একটি গবাদি পশু । তাকে বাচাঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন অষ্টুবালা মালিক নামেগ্ৰামের এক বৃদ্ধা । বৃদ্ধাকে বাচাঁতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন গোকুল ধাড়া ও ভিকুশী নামে দু'জন ।

ঘটনার জেরে তিনজন অজ্ঞান হয়ে পড়েন । স্থানীয়দের সাহায্যে পুলিশ তাদের উদ্ধার করেহরিপাল গ্ৰামীণ হাসপাতালে নিয়ে যায় । সেখানে অষ্টু মালিক ও গোকুল ধাড়াকে মৃত বলেঘোষণ করেন চিকিৎসক । আশঙ্কাজনক অবস্থায় ভিকুকে অন‍্যত্র স্থানান্তরিত করা হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details