জামালপুর, 23 ডিসেম্বর:গরু চুরি করতে গিয়ে উত্তেজিত জনতার হাতে মার খেয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। তাদের নাম জানা যায়নি। তবে তারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা বলে জানা গিয়েছে পুলিশ সূত্রে। শুক্রবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে, পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের নবগ্রামের দক্ষিণ ময়না গ্রামে। ঘটনায় পুলিশ একটা মামলা রুজু করেছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জামালপুর ব্লকের নবগ্রামের দক্ষিণ ময়না গ্রামে বেশ কয়েকমাস ধরেই লাগাতার গরু চুরির ঘটনা ঘটছে। পুলিশের কাছে অভিযোগ জানিয়েও কোনও সুরাহা হয়নি। ফলে গভীর শীতের রাতেও গ্রামবাসীরা কিছুটা হলেও সচেতন থাকতেন। শুক্রবার রাতে দু-একজন গ্রামবাসী গাড়ির শব্দ শুনতে পান। কিছুক্ষণ পরে তাঁরা নিজেদের মধ্যে ফোনে কথা বলে বাইরে গিয়ে দেখেন একজনের বাড়ির গোয়াল থেকে গরু চুরি করে নিয়ে পালাচ্ছে অজ্ঞাত পরিচয় কয়েকজন। তাঁদের চিৎকারে অন্যান্য গ্রামবাসীরা জেগে ওঠেন।
সেই সময় গরু চুরি করতে আসা যুবকরা গাড়ি নিয়ে পালানোর চেষ্টা করে। সেই দলে থাকা দুই যুবক গাড়িতে উঠতে না-পেরে গ্রামের একটা পুকুরের জলে ঝাঁপ দেয়। এরপর হাজার দু'য়েক গ্রামবাসী পুকুর ঘিরে ফেলে। তাঁদের জল থেকে তুলে মারধর করা হয়। জামালপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আহত দু'জনকে বর্ধমান মেডিক্যালে ভরতি করা হয়। সেখানে তাঁদের মৃত্যু হয়। ঘটনার জেরে পুলিশ একটা মামলা রুজু করেছে। ঘটনার তদন্ত শুরু করেছে জামালপুর থানার পুলিশ।
গ্রামবাসী বসিরুদ্দিন মল্লিক বলেন, "রাত একটা নাগাদ গাড়ি নিয়ে গরু চুরি করতে আসে। গাড়ির আওয়াজে এক ব্যক্তি জেগে যায়। তিনি গ্রামবাসীদের ফোন করেন। গ্রামবাসীরা তাদের জল থেকে তুলে মারধর করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়।" গ্রামবাসী নানু ক্ষেত্রপাল বলেন,
"প্রায় দিন গ্রাম থেকে গরু চুরি হয়। ফলে মানুষজন রীতিমতো সতর্ক থাকেন। গতকাল গভীর রাতে গ্রামের কয়েকজন কিছু ভাঙার আওয়াজ পায়। তখন তারা চোর-চোর বলে চিৎকার করতে শুরু করে। সেই সময় দু'জন গরু চোর জলে ঝাঁপ দেয়। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।"
আরও পড়ুন:
- কাকদ্বীপে দাদাকে ইঁট দিয়ে থেঁতলে খুন করে আত্মসমর্পণ ভাইয়ের!
- ইলেকট্রিকের তার টাঙানো নিয়ে পারিবারিক অশান্তি, গৃহবধূকে কুপিয়ে খুনের অভিযোগে গ্রেফতার দেওর
- তৃণমূল কর্মী ভিকি খুনে গ্রেফতার অর্জুনের আত্মীয়, ফাঁসানোর দাবি ব্যারাকপুরের সাংসদের