পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

HS Results 2023: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় হুগলির 18 জন পড়ুয়া - উচ্চমাধ্যমিকের মেধাতালিকা

উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় স্থান পেল হুগলির 18 জন পড়ুয়া ৷ এমনকি একই বাড়ি থেকে দু’জন পরীক্ষার্থী মেধাতালিকায় জায়গা করে নিয়েছে ৷ সব মিলিয়ে রাজ্যে মেধাতালিকার নিরিখে এক নম্বরে হুগলি ৷

HS Results 2023 ETV BHARAT
HS Results 2023

By

Published : May 24, 2023, 9:39 PM IST

উচ্চমাধ্যমিকের মেধাতালিকার নিরিখে প্রথম হুগলি

হুগলি, 24 মে: উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় হুগলি জেলার 18 জন পড়ুয়া জায়গা করে নিয়েছে ৷ যা জেলার মেধাতালিকার নিরিখে এক নম্বরে ৷ মেধা তালিকায় চতুর্থ স্থানে রয়েছে নরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ৷ সে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ৷ নরেন্দ্রনাথের বাড়ি উত্তরপাড়ার ভদ্রকালী এলাকায় ৷ তার প্রাপ্ত নম্বর 493 ৷

অন্যদিকে, উচ্চমাধ্যমিকে মেধাতালিকায় নাম তুলেছে দুই ভাই-বোন ৷ আরামবাগের কাপশিট হাইস্কুলের পড়ুয়া তারা ৷ 492 নম্বর পেয়ে পঞ্চম স্থান অধিকার করেছে কাপশিট হাই স্কুলের ছাত্র কৌস্তভ কুণ্ডু ৷ আর 490 নম্বর পেয়ে সপ্তম হয়েছে তার বোন কৌশিকী কুণ্ডু ৷ দু’জনেই ইঞ্জিনিয়ার হতে চান ৷ বাড়ির দুই ছেলেমেয়েই মেধাতালিকায় নাম তোলায় খুশি পরিবারের সদস্যরা ৷

ষষ্ঠ স্থান অধিকার করেছে হিন্দমোটর হাই স্কুলের ছাত্রী রূপসা উপাধ্যায় ৷ বাড়ি উত্তরপাড়ায় ভদ্রকালী এলাকায় ৷ তার প্রাপ্ত নম্বর 491 ৷ রূপসা জানিয়েছে সারা দিনে 8 ঘণ্টা পড়াশোনা করত সে ৷ বাবা-মা এবং স্কুলের শিক্ষক-শিক্ষিকারা তাকে পড়াশোনায় সাহায্য করতেন ৷ পড়াশোনার ফাঁকে বই পড়া, আঁকার সখ আছে তার ৷ ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করতে করতে চায় রূপসা ৷ চুঁচুড়া দেশবন্ধু হাইস্কুলের ছাত্র সৌজাত্য মুখোপাধ্যায় ৷ বাড়ি ব্যান্ডেল গ্রিন পার্কে ৷ তার প্রাপ্ত নম্বর 490 ৷ একই সঙ্গে সপ্তম হয়েছে জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী শরন্যা ঘোষ ৷ বাড়ি চণ্ডীতলা জনাই ট্রেনিং হাই স্কুলের ছাত্রী সে ৷

মেধা তালিকায় অষ্টম স্থান অধিকার করেছে হুগলি জেলার পাঁচ জন ৷ তাদের প্রাপ্ত নম্বর 489 ৷ চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের ছাত্রী শ্রেষ্ঠা অধিকারী ৷ তার বাড়ি চন্দননগর জ্যোতির মোড়ে ৷ আগামী দিনে অধ্যাপক ও কার্টুনিস্ট হতে চায় সে ৷ ছবি আঁকাতে ভালোবাসে শ্রেষ্ঠা ৷ চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দিরের আরেক ছাত্রী অদ্বিতীয়া সিনহা ৷ তার বাড়ি চন্দননগর জোড়াপুকুর এলাকায় ৷ সে বাধা-ধরা নিয়মের মধ্যে কোনদিন পড়েনি ৷ আগামী দিনে ইতিহাস নিয়ে পড়াশোনা করতে চায় অদ্বিতীয়া ৷ কোকন কালিকা শিক্ষা সদনের ছাত্রী আত্রেয়ী সাহানা ৷ তার বাড়ি গোঘাটের ফুলুই গ্রামে ৷ অষ্টম স্থানাধিকারী আরেক ছাত্র সন্দীপ ভট্টাচার্য ৷ সে শশীভূষণ সাহা হাইস্কুলের ছাত্র ৷ তার বাড়ি পাণ্ডুয়ার কুলটি এলাকায় ৷ আর রয়েছে রাজবলহাট হাইস্কুলের ছাত্রী ঈশিকা শীল ৷ তার বাড়ি রাজবলহাটে ৷

আরও পড়ুন:মাধ্যমিক দিতে না-পারার হতাশাই সাফল্যের অনুপ্রেরণা, জানাল উচ্চমাধ্যমিকে প্রথম শুভ্রাংশু

নবম স্থানে রয়েছে হুগলি জেলার চার জন ৷ এদের সকলের প্রাপ্ত নম্বর 488 ৷ তার মধ্যে হাট বসন্তপুর হরবটি বাটি ইনস্টিটিউসনের ছাত্রী তৃষিতা কর্মকার ৷ তার বাড়ি আরামবাগের বলরামপুরে ৷ মাখলা দেবেশ্বরী বিদ্যানিকেতনের ছাত্রী অথেনা বসু ৷ তার বাড়ি ভদ্রকালী উত্তরপাড়ায় ৷ মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র সুপ্রভাত ঘোষ ৷ বাড়ি হরিপালের ইলিপুর এলাকায় ৷ বদনগঞ্জ হাই স্কুলের ছাত্র সুজিত পাল ৷ তার বাড়ি গোঘাটের বদনগঞ্জ এলাকায় ৷

আর দশম স্থানে জায়গা করে নিয়েছে হুগলি জেলার দুই পরীক্ষার্থী ৷ এদের দুই জনের প্রাপ্ত নম্বর 487 ৷ রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্রী কোয়েল কুণ্ডু ৷ তার বাড়ি খানাকুলে ৷ আর শশীভূষণ সাহা হাইস্কুলের ছাত্র মৃগাঙ্ক সাঁতরা ৷ তার বাড়ি পান্ডুয়ায় ৷

ABOUT THE AUTHOR

...view details