চণ্ডীতলা, 19 ফেব্রুয়ারি : খাবারে বিষ মিশিয়ে কুকুরকে মেরে ফেলার অভিযোগ । প্রায় 15টি কুকুর ও তার বাচ্চাকে মেরে ফেলার অভিযোগ ওঠে । চণ্ডীতলার মধ্যপাড়া ও পানপাড়ার ঘটনা ।
চণ্ডীতলায় খাবারে বিষ মিশিয়ে 15টি কুকুরকে মেরে ফেলার অভিযোগ - 15 dogs allegedly killed by mixing poison in food
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে খাবাররের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানা যায়নি । তবে হয়ত দুষ্কৃতী কার্যকলাপের সমস্যার কারণে নির্মমভাবে কুকুর ও তার বাচ্চাদের বিষ দিয়ে মারা হচ্ছে বলে মনে কার হচ্ছে । দোষীদের শাস্তি হোক, চান স্থানীয়রা । চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।
স্থানীয়দের অভিযোগ, রাতের অন্ধকারে খাবাররের সঙ্গে বিষ মিশিয়ে দেওয়া হয় । কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত জানা যায়নি । তবে হয়ত দুষ্কৃতী কার্যকলাপের সমস্যার কারণে নির্মমভাবে কুকুর ও তার বাচ্চাদের বিষ দিয়ে মারা হচ্ছে বলে মনে কার হচ্ছে । দোষীদের শাস্তি হোক, চান স্থানীয়রা । চণ্ডীতলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।
চণ্ডীতলা দু'নম্বরের প্রাণিসম্পদের আধিকারিক লিটন বিশ্বাস বলেন "এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও অভিযোগ জমা পড়েনি । ওই এলাকার স্থানীয় মানুষ অভিযোগ করছে বিষক্রিয়ার কারণে মৃত্যু হয়েছে কুকুরগুলির । তবে এই সময় একটি বিশেষ রোগের কারণে মৃত্যু হয় কুকুরের । সঠিক চিকিৎসা না হলে মারা যায় বহু কুকুর । তাই আমরা বিষয়টা অভিযোগের ভিত্তিতে খতিয়ে দেখব । যদি এরকম কোনও রকম বিষক্রিয়ার ঘটনা ঘটে তাহলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ।"