পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

আরামবাগ ও খানাকুলে কোরোনায় আক্রান্ত আরও 13 - সোয়াব রিপোর্ট

তিনজনের কোরোনা সংক্রমণ বুধবারই ধরা পড়ে । শ্রমিকদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করে আজ আরও 10 জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।

corona
কোরোনা

By

Published : May 21, 2020, 8:32 PM IST


আরামবাগ, 21 মে : ভিনরাজ্য থেকে ফেরা শ্রমিকদের দেহে মিলল কোরোনা ভাইরাসের খোঁজ । খানাকুল ও আরামবাগে বেশ কয়েকজন শ্রমিকের সোয়াব টেস্টের রিপোর্ট পজ়িটিভ এসেছে ।

গত সোমবার মুম্বই থেকে ডানকুনিতে শ্রমিক স্পেশাল ট্রেনে ফিরেছিলেন কয়েকজন শ্রমিক । অনেকে আবার বাসেও ফেরেন । তিন-চারদিন আগে কোরোনার উপসর্গ দেখা দেওয়ায় প্রত্যেকের সোয়াবের নমুনা পাঠানো হয় পরীক্ষার জন্য । তার মধ্যে খানাকুলের ঘোষপুর, নন্দনপুর ও ময়ালের মোট 11 জনের এবং আরামবাগের বলরামপুরের দু'জনের রিপোর্ট পজ়িটিভ আসে ।

তিনজনের সংক্রমণ বুধবারই ধরা পড়ে । শ্রমিকদের পরিবারের সদস্যদের নমুনা পরীক্ষা করে আজ আরও 10 জনের রিপোর্ট পজ়িটিভ আসে । তাঁদের শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালে ভরতি করা হয় । পরিবারের বাকি সদস্যদের হোম কোয়ারানটিনে পাঠানো হয়েছে ।

ABOUT THE AUTHOR

...view details