পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Hooghly Child Death : গঙ্গার তীর থেকে উদ্ধার 10 বছরের বালকের দেহ - বলাগড়

মঙ্গলবার দিনভর নিখোঁজ থাকার পর বুধবার ভোরে উদ্ধার হল 10 বছরের বালকের দেহ ৷ গঙ্গার পাড়ে দেহটি পড়ে থাকতে দেখেন মৎস্যজীবীরা ৷ হুগলির বলাগড়ের ঘটনা ৷

10 years old child body recovered in hooghly
Hooghly Child Death : গঙ্গার তীর থেকে উদ্ধার 10 বছরের বালকের দেহ

By

Published : Nov 10, 2021, 2:22 PM IST

বলাগড়, 10 নভেম্বর :দিনভর নিখোঁজ থাকার পর গঙ্গার তীর থেকে উদ্ধার হল 10 বছরের বালকের দেহ ৷ বুধবার ভোরে ঘটনাটি ঘটে হুগলির বলাগড়ের গুপ্তিপাড়ার সুলতানপুর এলাকায় ৷ মৃত বালকের নাম ইয়াসিন শেখ ৷ বয়স 10 বছর ৷ মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল সে ৷

আরও পড়ুন :Krishnanagar Child Death : ঘটপুজোর শোভাযাত্রার দাবিতে বিক্ষোভ, অ্যাম্বুল্যান্সেই মৃত্যু বালকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইয়াসিন চতুর্থ শ্রেণির পড়ুয়া ৷ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বন্ধুদের সঙ্গে খেলতে যেত সে ৷ মঙ্গলবারও বাড়ি থেকে বেরিয়ে যায় ওই বালক ৷ সেখান থেকে যায় তার জেঠুর বাড়িতে ৷ জেঠিমার কাছে ভাতও খায় ৷ তারপর আবার বেরিয়ে যায় ৷ ইয়াসিনের জেঠিমা জানিয়েছেন, তিনি বাড়ির সামনেই দেওয়রের ছেলেকে খেলা করতে দেখেছিলেন ৷ তারপর আর খেয়াল করেননি ৷ এদিকে, দুপুরে কাজ থেকে বাড়িতে খেতে আসেন ইয়াসিনের বাবা ৷ ছেলেকে বাড়িতে দেখতে না পেয়ে স্ত্রীর কাছে ইয়াসিনের খোঁজ করেন তিনি ৷ তখন থেকেই শুরু হয় তল্লাশি ৷

প্রাথমিকভাবে সকলেই মনে করেছিলেন, বন্ধুদের সঙ্গে কোথাও খেলতে গিয়েছে ইয়াসিন ৷ কিন্তু পরে তার বন্ধুরা জানায়, ইয়াসিন তাদের সঙ্গে ছিল না ৷ প্রতিবেশীরা জানাচ্ছেন, অনেক সময় বন্ধুদের সঙ্গে গঙ্গায় নেমে স্নান করত ইয়াসিন ৷ গঙ্গার পাড়েই সকলে মিলে খেলা করত ৷ কিন্তু, মঙ্গলবার কেউই তাদের গঙ্গার পাড়ে খেলতে বা গঙ্গায় নেমে স্নান করতে দেখেননি ৷ এদিকে, ইয়াসিনকে খুঁজতে গোটা এলাকা চষে ফেলেন স্থানীয় বাসিন্দারা ৷ রাতে আশপাশের এলাকায় মাইকিংও করা হয় ৷ পাশাপাশি, গোটা বিষয়টি স্থানীয় থানাকেও জানানো হয় ৷ কিন্তু, ঘটনার 24 ঘণ্টা কাটেনি বলে থানার তরফে কোনও মিসিং ডায়ারি করা হয়নি ৷

মঙ্গলবার সকাল থেকে নিখোঁজ ছিল ইয়াসিন শেখ ৷

আরও পড়ুন :Doctor Suicide : মেদিনীপুরে গার্লস হোস্টেলে তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার

অন্যদিকে, বুধবার ভোরে গঙ্গায় নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলেন কয়েকজন জেলে ৷ তাঁরাই নদীর পাড়ে কাদার মধ্যে ইয়াসিনের দেহ পড়ে থাকতে দেখেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন পরিবারের সদস্যরা ৷ পৌঁছয় বলাগড় থানার পুলিশও ৷ হাঁটুজল থেকে দেহটি উদ্ধার করে চুঁচুড়ার ইমামবড়া হাসপাতালে পাঠানো হয় ৷ সেখানেই ইয়াসিনের দেহের ময়নাতদন্ত করা হবে ৷ সেই রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ ৷ আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ যাদের সঙ্গে ইয়াসিন খেলা করত, তাদের সঙ্গেও কথা বলছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details