দার্জিলিং, 8 অগস্ট: টাকা চুরি করে মদ্যপান করায় দাদাকে নৃশংসভাবে খুনের অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে ৷ ধারাল অস্ত্র দিয়ে দাদা কৃষ্ণকান্ত মণ্ডলের মাথা ধর থেকে আলাদা করে দিলেন ভাই রামানন্দ মণ্ডল ৷ সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দার্জিলিংয়ের খড়িবাড়ি ব্লকের দেওয়ানভিটা গ্রামে ৷ পুলিশ অভিযুক্ত রামানন্দকে গ্রেফতার করেছে ৷ কৃষ্ণকান্তের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে ৷
দার্জিলিং জেলা পুলিশের ডিএসপি অচিন্ত্য গুপ্ত জানান, কৃষ্ণকান্ত মণ্ডল এবং তাঁর ভাই রামানন্দ মণ্ডল দিনমজুরের কাজ করতেন ৷ রামানন্দ মণ্ডল পুলিশকে জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় তাঁর টাকা চুরি করেন দাদা কৃষ্ণকান্ত ৷ এর পর অনেক রাতে মদ্যপ অবস্থায় তিনি বাড়ি ফেরেন ৷ তখনই কৃষ্ণকান্তের সঙ্গে বচসা শুরু হয় রামানন্দের ৷ দু’জনের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় ৷ অভিযোগ সেই সময় বাড়ির উঠোনে পড়ে থাকা কাঠ কাটার কুড়ুল দিয়ে কৃষ্ণকান্ত মণ্ডলের গলায় কোপ মারেন রামানন্দ ৷