দার্জিলিং, 30 অগস্ট: নকশালবাড়ির পর এবার বাগডোগরা । সেখানে এক যুবতীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে ৷ জানা গিয়েছে, ঘটনাটি স্বাধীনতা দিবসের দিন । দু'দিন ধরে ওই যুবতীকে আটকে রেখে ছয় জন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ । এই ঘটনায় পুলিশ একজনকে গ্রেফতার করেছে ৷ বাকিদের খোঁজ চলছে ৷
অভিযোগ, স্বাধীনতা দিবসের দিন বিকেলে এক বন্ধুর সঙ্গে ঘুরতে যায় ওই যুবতী । যুবতীকে আরেক বন্ধুর বাড়িতে নিয়ে যায় ওই বন্ধু । সেখানে আগে থেকেই আরও দুই বন্ধু আসর জমিয়েছিল । সেই সময় ওই যুবতীকেও জোর করে মদ্যপান করানো হয় । এরপর যুবতীকে অন্যত্র নিয়ে গিয়ে ধর্ষণ করে তিন যুবক ।
পুলিশের কাছে যুবতী জানিয়েছেন, তারপরেও ছাড়া হয়নি তাঁকে । তাঁকে আটকে রাখা হয় এবং পরের দিন 16 অগস্ট ফের অন্য তিন বন্ধু যুবতীকে ধর্ষণ করে । ধর্ষণের পর যুবতীকে ছেড়ে দেওয়া হয় । ঘটনার পর যুবতী মানসিকভাবে ভেঙে পড়েন । ঘটনা নিয়ে মুখ খুললে যুবতীকে প্রাণে মারার হুমকিও দিয়েছিল অভিযুক্তরা । তাই বেশ কিছুদিন ওই যুবতী ওই ঘটনার কথা কাউকে জানাননি ।