পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

করোনার সচেতনতা প্রচারে শিলিগুড়ির রাজপথে যমরাজ - করোনা

করোনা নিয়ে সচেতনতা প্রচারে পথে নামলেন স্বয়ং যমরাজ ৷ নিজে মাস্ক পরে প্রচার করতে করতে বললেন, করোনার ভয়ে যমরাজ নিজে যদি মাস্ক পরেন তাহলে সাধারণ মানুষের তো অবশ্যই মাস্ক পরা উচিত ৷ শুক্রবার সারাদিন ধরে শিলিগুড়ি শহর জুড়ে করোনার সচেতনতা প্রচার করলেন তিনি ৷ বিলি করলেন মাস্ক-স্যানিটাইজারও ৷

শিলিগুড়ি করোনা
শিলিগুড়ি করোনা

By

Published : May 15, 2021, 8:58 AM IST

শিলিগুড়ি, 15 মে: যমালয়ে জীবন্ত মানুষ । ভানুর সেই চলচ্চিত্র বা সিনেমা অনেকেরই মনে আছে । যেখানে দেখা গিয়েছে, যমের দুয়ারে ভানু জীবিত থাকতেই তাঁকে ভুল করে নিয়ে গিয়েছিল মৃত্যু দূতেরা । পরে অবশ্য তাঁকে মর্তে ফেরৎ পাঠানো হয়েছিল । কিন্তু এবার তার ঠিক উল্টোটা ঘটল । এবার মর্তে জীবন্ত এসে পৌঁছালেন স্বয়ং যমরাজ । তবে কারও জীবন কেড়ে নিয়ে যেতে নয় । মর্তের মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেই শহরের রাজপথে প্রচার করতে দেখা গিয়েছে যমরাজকে । লক্ষ্য করোনা নিয়ে মর্ত্যবাসীকে সচেতন করা ।

গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ হু হু করে বাড়ছে । বাদ যায়নি পাহাড় কিংবা সমতলের শিলিগুড়িও । শিলিগুড়িতে গড়ে প্রতিদিন সাড়ে তিনশো জন করে মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন । মৃত্যুও গড়ে দশ জন । এই অবস্থায় এখনও শহরের কয়েকজন মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না । আর তাঁদের সতর্ক করতে রাস্তায় নামতে হল যমরাজকে ।
শুক্রবার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাপন দাস যমরাজ সেজে শিলিগুড়িতে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে প্রচারে নামেন । তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি জেলা হাসপাতাল পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক করেন । পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণ করেন তিনি ।

কোভিড নিয়ে মানুষকে সচেতন করতে শিলিগুড়ির রাজপথে যমরাজ।

বাপন দাস একজন পুলিশ কর্মী । নিজের কর্তব্য পালনের পাশাপাশি নানা সামাজিক কাজ করে থাকেন । আর করোনা আবহে গরিব-দুস্থদের পাশে দাঁড়ানোর পাশাপাশি করোনার জন্য প্রচারে নেমেছেন তিনি । এবার যমরাজ সেজে সাধারণ মানুষকে ওই ভয়াবহ মারণ রোগের বিষয়ে সচেতন করতে নামেন তিনি । এদিন তিনি বলেন, "স্বয়ং যমরাজের করোনার ভয় রয়েছে । সাধারণ মানুষকে সচেতন করাই লক্ষ্য ।"

আরও পড়ুন: করোনার ধাক্কায় অনিশ্চয়তার মুখে সুন্দরবনের পান চাষ

ABOUT THE AUTHOR

...view details