শিলিগুড়ি, 15 মে: যমালয়ে জীবন্ত মানুষ । ভানুর সেই চলচ্চিত্র বা সিনেমা অনেকেরই মনে আছে । যেখানে দেখা গিয়েছে, যমের দুয়ারে ভানু জীবিত থাকতেই তাঁকে ভুল করে নিয়ে গিয়েছিল মৃত্যু দূতেরা । পরে অবশ্য তাঁকে মর্তে ফেরৎ পাঠানো হয়েছিল । কিন্তু এবার তার ঠিক উল্টোটা ঘটল । এবার মর্তে জীবন্ত এসে পৌঁছালেন স্বয়ং যমরাজ । তবে কারও জীবন কেড়ে নিয়ে যেতে নয় । মর্তের মানুষকে মৃত্যুর মুখ থেকে বাঁচাতেই শহরের রাজপথে প্রচার করতে দেখা গিয়েছে যমরাজকে । লক্ষ্য করোনা নিয়ে মর্ত্যবাসীকে সচেতন করা ।
গোটা দেশের পাশাপাশি রাজ্যেও করোনার প্রকোপ হু হু করে বাড়ছে । বাদ যায়নি পাহাড় কিংবা সমতলের শিলিগুড়িও । শিলিগুড়িতে গড়ে প্রতিদিন সাড়ে তিনশো জন করে মানুষ করোনায় সংক্রমিত হচ্ছেন । মৃত্যুও গড়ে দশ জন । এই অবস্থায় এখনও শহরের কয়েকজন মানুষ স্বাস্থ্যবিধি মানছেন না । আর তাঁদের সতর্ক করতে রাস্তায় নামতে হল যমরাজকে ।
শুক্রবার বিধাননগর ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক বাপন দাস যমরাজ সেজে শিলিগুড়িতে করোনার স্বাস্থ্যবিধি নিয়ে প্রচারে নামেন । তেনজিং নোরগে বাসস্ট্যান্ড থেকে শিলিগুড়ি জেলা হাসপাতাল পর্যন্ত সাধারণ মানুষকে সতর্ক করেন । পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে মাস্ক ও স্যানিটাইজ়ার বিতরণ করেন তিনি ।