শিলিগুড়ি, 27 সেপ্টেম্বর:আজ বিশ্ব পর্যটন দিবস ৷ এই দিনটিকে কেন্দ্র করেই উত্তরবঙ্গবাসীর মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে ৷ সাংস্কৃতিক অনুষ্ঠান, সেমিনার, প্রতিযোগিতা, প্রভাত ফেরি, পাহাড়ি সংস্কৃ্তির সঙ্গে পালিত হল এই দিনটি ৷ তবে এই সব কিছুর মধ্যেও নজর কেড়েছে হেরিটেজ টয়ট্রেন ৷ বুধবার সকালে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে শৈলরানি দার্জিলিংগামী টয়ট্রেনের যাত্রীদের উত্তরীয় পরিয়ে, মিষ্টিমুখ করিয়ে নর্থ বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল অ্যাসোসিয়েশনের সদস্যরা স্বাগত জানান।
বিশ্ব পর্যটন দিবসে হেরিটেজ টয়ট্রেনকে ঘিরে দেখা গেল চরম উন্মাদনা। আট থেকে আশি সকলকে দেখা গেল সেই উচ্ছ্বাসে সামিল হতে । উত্তর-পূর্ব সীমান্ত রেলের দার্জিলিং হিমালয়ান রেল কর্তৃপক্ষ, বিভিন্ন পর্যটন সংস্থার তরফে পালিত হল দিনটি । এদিন পর্যটন দিবস উপলক্ষে প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল হিমালয়ান হসপিটালিটি ট্রাভেল এন্ড ট্যুর ডেভেলপমেন্ট নেটওয়ার্কের তরফে । এরপর শিলিগুড়ি জংশন স্টেশনে ডিএইচআরের তরফে আয়োজন করা হয়েছিল পাহাড়ি লোকসসংস্কৃতির নাচগানের । উপস্থিত ছিলেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা ।