শিলিগুড়ি, 16 ডিসেম্বর: ফের নির্মাণ কাজ করতে গিয়ে বহুতল থেকে পরে মৃত্যু হল এক শ্রমিকের (Worker Died From Fall Down of a Multistorey Building) । পনেরো দিনের মধ্যে একইভাবে শ্রমিক মৃত্যুতে পৌরনিগম ও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে । মঙ্গলবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি পৌরনিগমের 40 নম্বর ওয়ার্ডের প্রণামী মন্দির রোডে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি দশতলার বিল্ডিংয়ে রঙের কাজ করছিলেন ওই তিনজন রঙ মিস্ত্রি (Painting Worker Died in siliguri)। সেইসময়েই বহুতল থেকে পড়ে যান তিন শ্রমিক ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় এক শ্রমিকের । পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে । আশঙ্কাজনক অবস্থায় আরও দু‘জন শ্রমিক স্থানীয় একটি নার্সিংহোমে চিকিৎসাধীন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ভক্তিনগর থানার পুলিশ ও স্থানীয় কাউন্সিলার তথা মেয়র পারিষদ রাজেশ প্রসাদ । ওই শ্রমিকের নাম পরিচয় জানা যায়নি ।
অভিযোগ, ওই সংস্থার তরফে নির্মাণ শ্রমিকের নিরাপত্তা আইন মানা হয়নি । মেয়র পরিষদ রাজেশ প্রসাদ বলেন, "15 দিনের মধ্যে এটা দ্বিতীয়বার ঘটনা ঘটল । আমরা খুবই উদ্বিগ্ন । কেন নির্মাণ সংস্থারা নিয়ম মেনে কাজ করছে না সেটা অবশ্যই খতিয়ে দেখা হবে । গাফিলতি থাকলে কড়া ব্যবস্থা নেওয়া হবে ।" বিধায়ক আনন্দময় বর্মন বলেন, "একের পর এক এই ধরনের দুর্ঘটনা ঘটেই চলছে । শিলিগুড়ি পৌরনিগম এবং স্থানীয় পুলিশ প্রশাসন আর কতদিন ঘুমোবে ?"