শিলিগুড়ি, 1 ডিসেম্বর: শিলিগুড়িতে নির্মীয়মাণ বহুতলের কাঠামো ভেঙে মৃত্যু হল এক নির্মাণ শ্রমিকের (Worker Died in siliguri)। আহত আরও দুই ৷ বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির 42নম্বর ওয়ার্ডের রাই কলোনি এলাকায়। মৃত ধীরেন্দ্র সিং বিহারের কাটিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে ৷
বৃহস্পতিবার সকালে রাই কলোনিতে বহুতল নির্মাণের কাজ চলছিল। হঠাৎই সাততলার সিঁড়ির কাঠামো ভেঙে নীচে পড়ে যান তিন শ্রমিক। ঘটনাস্থলেই মৃত্যু হয় ধীরেন্দ্র সিং নামে ওই শ্রমিকের (worker died during construction of a multistorey building)। আহত হন বাকি দু’জন। উপস্থিত অন্যান্য শ্রমিকরা দু’জনকে উদ্ধার করে স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এসিপি শুভেন্দ্র কুমার, বরো চেয়ারম্যান প্রীতিকণা বিশ্বাস ও কাউন্সিলার শোভা সুব্বা। আহতদের দেখতে নার্সিংহোমে যান শিলিগুড়ির মেয়র গৌতম দেবও।