দার্জিলিং, 27 এপ্রিল: সরকারি নির্দেশিকা মেনেই লকডাউনে খুলেছে চা বাগান । কিন্তু সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে সবাই কাজ করছেন কিনা তা দেখতে চা বাগান পরিদর্শনে আসেন মোর্চা সভাপতি বিনয় তামাঙ। সোমবার তিনি দার্জিলিঙের ঋষিহাট ও অরেঞ্জভ্যালি চা বাগান পরিদর্শন করেন । তার আগে চুংথাঙ এবং মারিবঙ চা বাগান পরিদর্শন করেছেন ।
এদিন তিনি বলেন, লকডাউনের মধ্যেও সরকারি গাইডলাইন মেনে চা বাগানগুলি খুলেছে । এখনও পর্যন্ত যে কটি চা বাগানে গিয়েছেন দেখা গেছে সেগুলি নিয়ম মেনেই কাজ চলছে । এরপর আরও চা বাগান পরিদর্শন করবেন তিনি । চা বাগান পরিদর্শনের সঙ্গেই স্যানিটাইজার, পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক চা বাগানগুলিতে তিনি দিয়েছেন ।