শিলিগুড়ি, 21 অক্টোবর : টিকটকে ভিডিয়ো তৈরি করতে পছন্দ করতেন ৷ কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি যুবতির স্বামী ৷ তার জেরেই অশান্তি ৷ গতরাতে চরমে পৌঁছায় ঝামেলা ৷ ঘুমের ওষুধ খেয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আশিকা ভানু । শিলিগুড়ির স্বামীজি মোড়ের ঘটনা ৷ মৃতের স্বামী মহম্মদ কবীরকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ ৷
টিকটকে ভিডিয়ো তৈরিতে বাধা যুবকের, আত্মঘাতী স্ত্রী
টিকটিক ও লাইক অ্যাপে আসক্ত ছিলেন শিলিগুড়ির স্বামীজি মোড়ের বাসিন্দা আশিকা ৷ কিন্তু বিষয়টি ভালোভাবে নেননি স্বামী মহম্মদ কবীর ৷ এনিয়েই অশান্তি ৷ আর অশান্তির জেরেই গতরাতে আত্মহত্যা করেন যুবতি ৷
শিলিগুড়ির স্বামীজি মোড়ে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ওই দম্পতি ৷ টিকটক ও লাইক অ্যাপে আসক্ত ছিলেন আশিকা ৷ বাড়ির মালিকের ছেলে তন্ময় সেন বলেন, "দিনভর টিকটক ও লাইকে অ্যাপে ভিডিয়ো তৈরি করতেন আশিকা ৷ এনিয়ে স্বামীর সঙ্গে অশান্তি লেগেই থাকত ৷ কখনও কখনও তা হাতাহাতি অবধিও গড়াত ৷ গতরাতে ঝামেলা চরমে পৌঁছায় ৷ এরপরই না কি ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন আশিকা ৷ তখন অ্যাম্বুলেন্সের খোঁজে বেরিয়ে যান কবীর ৷ ফিরে এসে দেখেন ঘরের ভিতর ঝুলছে স্ত্রী ৷"
খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় পুলিশ ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে আত্মহত্যা মনে হচ্ছে । তবে সবদিক খতিয়ে দেখা হচ্ছে । তদন্ত চলছে ।