শিলিগুড়ি, 22 মে : ফুল তুলতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু হল মহিলার । নাম কাবেরী রায় (65) । বাড়ি শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি ব্লকের উত্তম রামধনু জোত এলাকায় । দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ । বনবিভাগের কর্মীরা বিষয়টি খতিয়ে দেখছে ।
ভোরে ফুল তুলতে গিয়ে হাতির পায়ে পিষ্ট হয়ে মৃত্যু মহিলার - Woman trampled to death in Siliguri
খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । স্থানীয়দের একাংশ জানায়, তিন শাবকসহ আটটি হাতির একটি দল এলাকা দাপাচ্ছে দিনকয়েক ধরেই ।
রোজকার মতো আজও ভোর 5 টা নাগাদ ফুল তুলতে গিয়েছিলেন কাবেরী রায় । সেসময় আচমকাই একদল হাতির সামনে পড়ে যান । ফিরে আসার সুযোগ পাননি । তার আগেই হাতির দল পিষে ফেলে কাবেরীকে । আলো ফুটতেই ঘটনার খবর ছড়ায় । খবর জানাজানি হতেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে । এদিকে, খড়িবাড়ি থানার অধীন পানিটাঙ্কি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় । একইসঙ্গে বনবিভাগের কর্মীরাও বিষয়টি খতিয়ে দেখছে ।
স্থানীয়দের একাংশ জানায়, তিন শাবকসহ আটটি হাতির একটি দল এলাকা দাপাচ্ছে দিনকয়েক ধরেই । এর জেরে এমনিতেই আতঙ্কে ছিল তারা । এরপর আজ মহিলার মৃত্যুতে রীতিমতো ভয়ের পরিবেশ তৈরি হয়েছে ।