খুনের অভিযোগ প্রতিবেশীদের শিলিগুড়ি, 19 অগস্ট: বাইরে থেকে বন্ধ দরজা। ভিতরে খাটের উপর মহিলার নিথর দেহ। লণ্ডভণ্ড পুরো ঘর। মহিলার রহস্যজনক মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির অরবীন্দপ্ললী এলাকায়।
যদিও মহিলাকে খুন করা হয়েছে বলে অনুমান প্রতিবেশীদের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম সোমা সরকার। তাঁর বয়স 51 বছর। তাঁর বুটিকের ব্যবসা ছিল। অরবিন্দপল্লীর ফ্ল্যাটে তিনি একাই থাকতেন। তাঁর ছোট মেয়ে মাটিগাড়ায় থাকেন। শুক্রবার সকাল থেকেই মহিলা ফোন ধরছিলেন না। এরপর মাকে ফোনে না-পেয়ে প্রতিবেশী আরেক মহিলাকে ফোন করেন তাঁর মেয়ে। তিনি যখন ফ্ল্যাটে যান দেখেন দরজা বাইরে থেকে বন্ধ ছিল। দরজা খুলে ভিতরে যেতেই মহিলার দেহ খাটের উপর পড়ে থাকতে দেখেন।
আরও পড়ুন:হাসপাতাল চত্বরে দীর্ঘক্ষণ পড়ে রইল ভবঘুরের মৃতদেহ, কাঠগড়ায় রায়গঞ্জ মেডিক্যাল কলেজ
এরপরই হইচই পড়ে যায় গোটা এলাকায়। এদিকে, ঘটনার পরই মাটিগাড়া থেকে মহিলার মেয়ে ও পরিচিতরা তড়িঘড়ি আসেন। খবর পেয়ে শিলিগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। প্রাথমিকভাবে পুলিশের ধারণা মহিলাকে খুন করা হয়েছে। পুলিশের তরফে ভিডিয়োগ্রাফিও করা হয়েছে। আনা হয় ফরেন্সিক টিমও। তারা বেশ কিছু নমুনা সংগ্রহ করেছে নলে জানা গিয়েছে। পাশাপাশি মহিলার দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়।
প্রতিবেশী রুমকি ভাওয়াল বলেন, "সকালে ওনার মেয়ে কোয়েল ফোন করে জানায় যে মা সকাল থেকে ফোন ধরছে না। আমাকে একবার দেখতে বলে। আমি গিয়ে দেখি দরজা বাইরে থেকে বন্ধ। পরে ভিতরে ঢুকে দেখি খাটের উপর তিনি পড়ে রয়েছেন। এরপরই সবাইকে খবর দিই। পুলিশ এসে দেহ উদ্ধার করে নিয়ে যায় ৷" শিলিগুড়ির পুলিশ কমিশনার অখিলেশ চতুর্বেদী বলেন, "একটা খুনের মামলা রুজু হয়েছে। সব খতিয়ে দেখা হচ্ছে।"
আরও পড়ুন:লিভ-ইন পার্টনারের দেহ টুকরো করে কুকারে সেদ্ধ, হাড়হিম হত্যাকাণ্ডের সাক্ষী রইল মায়ানগরী