পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বোনাস না দিয়ে কাজ বন্ধের নোটিস অম্বুটিয়া চা বাগান কর্তৃপক্ষের - owner of Ambootia tea garden closed garden

ত্রিপাক্ষিক বৈঠক অনুযায়ী 20 শতাংশ পুজোর বোনাস দেওয়ার কথা ছিল চা-বাগান শ্রমিকদের ৷ ঠিক হয়েছিল 12 শতাংশ বৈঠকের দশদিনের মধ্যে দিতে হবে ৷ আর বাকি 8 শতাংশ কবে দেওয়া হবে তা সামনের মাসে ত্রিপাক্ষিক বৈঠকে নির্ধারিত হবে ৷ কিন্তু তার আগেই বোনাস না দিয়েই বাগানের গেটে কাজ বন্ধের নোটিস ঝুলিয়ে উধাও মালিকপক্ষ ৷ কার্শিয়াঙের অম্বুটিয়া চা বাগানের ঘটনা ৷

অম্বুটিয়া চা বাগান

By

Published : Oct 16, 2019, 3:22 PM IST

Updated : Oct 16, 2019, 6:01 PM IST

দার্জিলিং, 16 অক্টোবর : 20 শতাংশ পুজোর বোনাস না দিয়েই চা বাগান ছেড়ে চলে গেল মালিকপক্ষ । গতকাল কার্শিয়াঙের একশো বছর পুরোনো অম্বুটিয়া চা বাগান ছেড়ে চলে গেল মালিকপক্ষ । বাগানের কাজ বন্ধ রাখার নোটিশ দিয়ে বাগান ছেড়ে চলে যায় মালিকপক্ষ ৷ নোটিশে উল্লেখ রয়েছে, প্রায় রোজই বাগানে গেট মিটিং সহ অন্যান্য বাধার জন্য বাগানের কাজ চালাতে সমস্যা হচ্ছে । ফলে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখা হবে । এই ঘটনায় পাহাড়ের শ্রমিক সংগঠনগুলি উদ্বেগ প্রকাশ করেছে ।

20 শতাংশ পুজোর বোনাসের দাবিতে 87 টি চা বাগানের শ্রমিকরা আন্দোলন করে ৷ যার জেরে সম্প্রতি উত্তপ্ত হয়ে উঠেছিল পাহাড় ৷ সভা, সমাবেশ, মিছিল, রিলে ও আমরণ অনশন ছাড়াও পাহাড়ে বনধ হয়েছিল । এরপর রাজ্যের হস্তক্ষেপে 11 অক্টোবর কলকাতায় ত্রিপাক্ষিক বৈঠকে বোনাস সংক্রান্ত জট কাটে । ওই বৈঠকে বের হয় সমাধান সূত্র ৷ এরপর আমরণ অনশন প্রত্যাহার করেন গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাঙ । ঠিক হয় 20 শতাংশ বোনাসের 12 শতাংশ ওই বৈঠকের দশদিনের মধ্যে দিতে হবে । বাকি 8 শতাংশ বোনাস কবে দেওয়া হবে তা নভেম্বরে ত্রিপাক্ষিক বৈঠকে ঠিক হবে । কিন্তু 8 শতাংশ বোনাস তো দূর । 12 শতাংশ বোনাস দেওয়ার আগেই বাগান চালাতে না দেওয়ার অভিযোগে শ্রমিকদের দোষারোপ করে বাগান ছেড়ে চলে গেল মালিকপক্ষ । ফলে আলোর উৎসব দীপাবলির আগেই নেমে এসেছে অন্ধকার অম্বুটিয়া চা বাগান শ্রমিকদের ঘরে ঘরে ।

বাগানের এক স্টাফ রাজেন্দ্র রাজপুত জানান, চা শ্রমিকদের আন্দোলনের জেরে সুষ্ঠভাবে বাগান চালাতে না পেরে কর্তৃপক্ষ বাগান ছেড়ে চলে গেছে বলে জানিয়েছে । এদিকে শ্রমিকদের বোনাসের দাবিও যুক্তিসঙ্গত । এই পরিস্থিতে ফের বাগান খোলার চেষ্টা চালানো হবে ।

এ বিষয়ে মোর্চার চা-শ্রমিক সংগঠনের নেতা প্রণব রসাইলি জানান, ত্রিপাক্ষিক বৈঠকে বোনাস নিয়ে সমাধান সূত্র বেরনোর পরও শ্রমিকদের গেট মিটিং, চা রপ্তানিতে বাধার জেরে বাগান বন্ধ করা হল বলে নোটিসে বলা হয়েছে । কিন্তু খোঁজ নিয়ে দেখা গেছে মালিকপক্ষ ঠিক বলেনি । তবে মালিকপক্ষ পুরো বোনাস দেবে কি না সেই আশঙ্কা শ্রমিকদের মধ্যে রয়ে গেছে । ওই বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে শ্রমিকদের ভরসা উঠে গেছে । এখন ওই বাগানটিকে ফের কীভাবে খোলানো যায় সেই চেষ্টা চলছে ।

Last Updated : Oct 16, 2019, 6:01 PM IST

ABOUT THE AUTHOR

...view details