পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Siliguri School Reopen: গড়ে 80 শতাংশ উপস্থিতি, শিলিগুড়িতে স্কুল খুলতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল পড়ুয়াদের

এদিন শিলিগুড়ির স্কুলগুলিতে গড়ে 80 শতাংশের উপরে পড়ুয়া উপস্থিত ছিল বলে জানা গিয়েছে । বাস থেকে নামা, স্কুলে ঢোকা, সর্বত্রই স্বাস্থ্যবিধি যাতে বজায় রাখায় বিশেষ নজর দেওয়া হয় ।

with-covid-measures-school-repoen-in-siliguri-80-percent-attandance-of-students
80 শতাংশ উপস্থিতি শিলিগুড়িতে স্কুলে ।

By

Published : Nov 16, 2021, 2:44 PM IST

শিলিগুড়ি, 16 নভেম্বর: অনলাইনে ঠায় বসে থেকে ক্লাস করা থেকে মুক্তি । আবার অনেক দিন পর সহপাঠীদের সঙ্গে দেখা হওয়ার আনন্দ । দুইয়ে মিলে স্কুল খোলার প্রথমদিনই জমজমাট শিলিগুড়ি । প্রায় সব স্কুলেই নজরকাড়া উপস্থিতি চোখে পড়ল ।

করোনার প্রকোপে দীর্ঘ বিরতি কাটিয়ে মঙ্গলবার থেকে রাজ্যের সমস্ত স্কুলে ফের পঠনপাঠন চালু হয়েছে । তাতে উচ্ছ্বসিত পড়ুয়া থেকে অভিভাবক এবং শিক্ষক-শিক্ষিকারা । এদিন পড়ুয়াদের স্কুলে উষ্ণ অভ্যর্থনার মাধ্যমে স্বাগত জানানো হয় স্কুল কর্তৃপক্ষের তরফে । তবে করোনার স্বাস্থ্যবিধি মেনেই যাতে পঠনপাঠন চালানো যায়, সে দিকে বিশেষ নজর রাখা হচ্ছে ।

আরও পড়ুন:Tea Labour Agitation : বন্ধ চা-বাগান খোলার দাবিতে আলিপুরদুয়ারে পথ অবরোধ

এদিন শিলিগুড়ির স্কুলগুলিতে গড়ে 80 শতাংশের উপরে পড়ুয়া উপস্থিত ছিল বলে জানা গিয়েছে । পড়ুয়াদের বাস থেকে নামা, স্কুলে ঢোকা, সর্বত্রই স্বাস্থ্যবিধি যাতে বজায় রাখায় বিশেষ নজর দেওয়া হয় । শিলিগুড়ি বয়েজ হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক রণজয় বোস বলেন, ‘‘প্রথম দিনই খুব ভাল উপস্থিতি চোখে পড়ল । করোনার চোখরাঙানি উড়িয়ে পড়ুয়ারা ফের একবার স্কুলমুখী হতে শুরু করেছে । পড়ুয়ারা যতটা বেশি উৎসুক, তার থেকে অনেক বেশি উচ্ছ্বসিত আমরা ।’’

এক পড়ুয়ার অভিভাবক সঞ্চিতা দাস বলেন, ‘‘স্কুল বন্ধ থাকায় এক প্রকার ঘরবন্দি জীবন কাটিয়েছে ছাত্ররা । এখন স্কুল খোলায় আমরাও খুশি, ওরাও । ভয় তো রয়েইছে ৷ তবে স্কুলের তরফে সতর্কতা মেনে চলা হচ্ছে ৷ তাতে আমরা খুশি।’’ শিলিগুড়ি গার্লস হাই স্কুলের ছাত্রী তৃণা ভৌমিকের বক্তব্য, ‘‘বাড়িতে আর ভাল লাগছিল না । স্কুল খোলায় খুব খুশি হলাম । কবে স্কুল খুলবে, কবে ফের একবার বন্ধুদের সঙ্গে দেখা হবে, গল্প হবে, এই অপেক্ষাতেই ছিলাম ৷’’

আরও পড়ুন:Elephant : হাতির হানায় জেরবার আলিপুরদুয়ারের তুরতুরি গ্রাম

ABOUT THE AUTHOR

...view details