দার্জিলিং, 9 ডিসেম্বর : চপারে ওঠার আগে কথা হয়েছিল, তারপর চেষ্টা করেও আর ফোনে পাওয়া যায়নি ৷ বুধবার সকালে সিডিএস জেনারেল বিপিন রাওয়াতের সঙ্গে হেলিকপ্টারে ওঠার আগে বাড়িতে ফোন করেন হাবিলদার সৎপাল রাই ৷ স্ত্রী মন্দিরাকে জানান, তিনি সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছেন ৷ তারপর দুপুরের নাগাদ স্বামীর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা চালাচ্ছিলেন মন্দিরা ৷ কোনওমতেই ফোনে তাঁকে পাওয়া যাচ্ছিল না ৷ শেষে খবর দেখে জানতে পারেন দুর্ঘটনার কথা (CDS Bipin Rawat's Chopper Crash at Coonoor) ৷ দেশের জন্য প্রাণ গিয়েছে স্বামীর ৷ প্রবল দুঃখের মধ্যেও গর্বিত অনুভব করছেন তিনি ৷
"সকালে ফোন করেছিল । হেলিকপ্টার থেকে নেমে ফোন করার কথা ছিল । বলেছিল, সিডিএসের সঙ্গে তামিলনাড়ু যাচ্ছি । দুপুরে ফোন না আসায় আমিই বারবার ফোন করছিলাম । কিন্তু লাগছিল না । দুপুরে আমার দিদি জানাল সিডিএসের হেলিকপ্টার দুর্ঘটনার কবলে পড়েছে । তারপরই তার মৃত্যু সংবাদ আসে..." বলতে বলতে ডুকরে কেঁদে ওঠেন সদ্য স্বামীহারা ৷ মাঝে মাঝে মুর্ছাও যাচ্ছেন ।
রাই পরিবারের পুরুষরা সেনাবাহিনীতে নিজেদের সমর্পণ করেছেন । শুধু সৎপালই নন, তাঁর ছেলে বিকাল রাইও রয়েছেন সেনাবাহিনীতে ৷ গত চার বছর ধরে গোর্খা রাইফেলসের জওয়ান বিকাল ৷ সৎপালের বাবাও ছিলেন সেনাকর্মী ৷ পরে পঞ্জাব পুলিশে যোগ দেন ৷