দার্জিলিং, 22 সেপ্টেম্বর: একাধিক সেনা জওয়ানের স্ত্রীকে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল আরেক সেনা জওয়ানের স্ত্রীর বিরুদ্ধে । ঘটনাটি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে দার্জিলিং-এ । একসঙ্গে প্রায় 17 জন সেনা জওয়ানের স্ত্রীয়ের সঙ্গে প্রতারণা করার অভিযোগ উঠেছে । অপর সেনা জওয়ানের অভিযুক্ত স্ত্রী গা ঢাকা দিতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন প্রতারিত জওয়ান-পত্নীরা । অভিযোগ পেয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত জওয়ান-পত্নীর নাম হেমা নগরবা তামাং । তিনি দার্জিলিংয়ের গৈরিগাঁওয়ের বাসিন্দা হলেও গত এক থেকে দেড় বছর ধরে শিলিগুড়ি সংলগ্ন আপার বাগডোগরার স্টালিননগরে ভাড়া করে থাকছিলেন । তাঁর স্বামী মহেন্দ্র তামাং সেনাবাহিনীতে রয়েছেন । বর্তমানে তিনি জম্মু কাশ্মীরে মোতায়েন রয়েছেন । সেনা জওয়ানের স্ত্রী হওয়ার সুবাদে শিলিগুড়িতে অন্যান্য সেনা জওয়ানের স্ত্রীদের সঙ্গে সখ্যতা বাড়াতে শুরু করেন অভিযুক্ত হেমা তামাং । আপার বাগডোগরায় তাঁর একটি কাপড়ের দোকান রয়েছে । আর্মি ওয়াইফস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যদের টার্গেট করা শুরু করেন হেমা তামাং ।
অভিযোগ, সখ্যতা বাড়ানোর পর বাড়ি কেনা ও নিজের দোকান বড় করার নাম করে সেনা জওয়ানের স্ত্রীদের কাছ থেকে টাকা ঋণ নিতে শুরু করেন তিনি । কারও কাছ থেকে দু লক্ষ, তো কারও কাছ থেকে 10 লক্ষ টাকা । এইভাবে মোট 17 জন জওয়ান-পত্নীর কাছ থেকে হেমা প্রায় এক দেড় কোটি টাকা হাতিয়ে নেন বলে অভিযোগ । অথচ টাকা ঋণ নেওয়ার বিষয়টি অন্য কেউ জানতে পারেননি । এক থেকে তিন বছরের মধ্যে সেই টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও তা মেটাননি অভিযুক্ত । টাকা চাইলেই দীর্ঘদিন ধরে হেমা তামাং টালবাহানা করতে থাকেন বলে অভিযোগ ।
আরও পড়ুন:সেলে চাকরির নামে প্রতারণায় অভিযুক্তের বাড়িতে তল্লাশি, উদ্ধার একাধিক নথি