শিলিগুড়ি, 10 মে : খুনের পর স্বামীর দেহ লোপাট করে নিখোঁজের মামলা করল যুবতি । ঘটনাটি দার্জিলিঙের মাটিগাড়ার । পরে অবশ্য খুনের কথা স্বীকার করে নেয় সে । ঘটনায় ওই যুবতি ও তার প্রেমিককে গ্রেপ্তার করা হয়েছে ।
সুমনা বিশ্বাস ভৌমিক । কয়েক বছর আগে পিন্টু ভৌমিকের সঙ্গে তার বিয়ে হয় । পিন্টু পেশায় ব্যবসায়ী । পিন্টুর পূর্ব পরিচিত মলিন সিং । পিন্টুর মাধ্যমেই দু'জনের আলাপ হয় । এরপর গড়ে ওঠে সম্পর্ক । সন্দেহ হয় পিন্টুর । তাই, কয়েকদিন আগে বাড়িতে CCTV লাগায় সে । এক রাতে সুমনা ও মলিনকে ঘনিষ্ঠ অবস্থায় দেখে ফেলে । সেরাতে পিন্টুর সঙ্গে সুমনার অশান্তিও হয় ।