পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যজুড়ে চলছে মানসিক সন্ত্রাস , রুখে দাঁড়ানোর ডাক মমতার

শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পঙ কোচবিহার জেলার শীর্ষ আধিকারিক, ও জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । বৈঠকে তিনি অভিযোগ তোলেন রাজ্য সরকারের বিরুদ্ধে অপপ্রচার চলছে । প্রশাসনিক কর্তাদের সেই অপপ্রচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ।

mamata banerjee
mamata banerjee

By

Published : Sep 30, 2020, 6:07 PM IST

Updated : Sep 30, 2020, 8:02 PM IST

শিলিগুড়ি, ৩০ সেপ্টেম্বর: দার্জিলিং , কালিম্পং এবং কোচবিহারের প্রশাসনিক সভায় BJP-র বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন ,"রাজ্যজুড়ে এখন ফেক প্রোপাগান্ডা চলছে। মন্দির ভাঙ্গেনি, কিন্তু ছড়িয়ে দেওয়া হচ্ছে মন্দির ভাঙ্গা হয়েছে । এসবে নজর রাখুন। এসবের প্রতিবাদ করুন, প্রতিরোধ করুন। শুধু পুলিশ নয়, জেলায় জেলায় প্রশাসনের কর্তারা এসবের বিরুদ্ধে সঠিক তথ্য তুলে ধরুন। এসব আসলে মানসিক সন্ত্রাস। এই সন্ত্রাস রুখতে হবে । "

মুখ্যমন্ত্রী আরও বলেন, " সবুজ সাথী-সহ বিভিন্ন প্রকল্পে রাজ্য সরকার অর্থ দিচ্ছে । রাজ্য সরকার স্কুলে স্কুলে ছাত্র-ছাত্রীদের সাইকেল দিচ্ছে । অথচ কেউ কেউ প্রচার করছে এসব নাকি দিল্লির দান । উত্তরবঙ্গের প্রতি বঞ্চনা করেনি রাজ্য সরকার । যারা বঞ্চনার কথা বলছেন তারা রাজনীতি করার জন্য বলছেন । উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের দাবি মেনে উত্তরকন্যা তৈরি হয়েছে । এখানে রয়েছে ভোরের আলো, বেঙ্গল সাফারি, জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ, জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল হয়েছে, বিশ্ববিদ্যালয় তৈরি হয়েছে । সবই তৈরি আমরা করেছি ।"

প্রশাসনিক সভায় মুখ্যমন্ত্রী GTAকে 175 কোটি টাকার আর্থিক সাহায্য তুলে দেন । পাশাপাশি বাগডোগরা বিমানবন্দর সম্প্রসারণের জন্য 14 একর জমি বিমানবন্দর কর্তৃপক্ষের হাতে তুলে দেন তিনি । কোরোনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন," বেশ কিছু এলাকায় কোরোনা বাড়ছে। শিলিগুড়ির অবস্থা বেশ উদ্বেগজনক । কালিম্পঙেও সংক্রমণ বাড়ছে । স্বাস্থ্য দপ্তরকে নজর রাখতে হবে এই এলাকাগুলিতে যাতে কোরোনা সংক্রমণ বৃদ্ধি না পায় । আপাতত রাজ্যে স্কুল বন্ধ রয়েছে । স্কুল খেলার বিষয়ে কালী পুজোর পর পরিস্থিতি খতিয়ে দেখা হবে । এখন উৎসবের মরসুম ,পুজো, ছট পুজো সবই হবে । কিন্তু সব নিয়ম মেনে করতে হবে । বিসর্জনের দিন রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছে । এলাকার ভিত্তিতে ভিড় না করে প্রতিমা বিসর্জন করতে হবে । ছট পুজোর ক্ষেত্রেও ঘাটে ভিড় করা যাবে না ।"

বৈঠকে জেলা ভিত্তিক বিভিন্ন প্রকল্পের কাজ খতিয়ে দেখার পাশাপাশি মুখ্যমন্ত্রী নির্দেশ দেন সরকারের কাছ থেকে কাজ পাওয়া মানুষের অধিকার । তাই তাঁদের আবেদন খতিয়ে দেখে দ্রুত পদক্ষেপ নিতে হবে । কোচবিহারের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায় । সেখানকার তৃণমূল নেতাদের তিনি রাজ্য সরকারের প্রকল্পগুলোর প্রচার করার নির্দেশ দেন । তিনি বলেন ," রাজ্যের প্রকল্প মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরতে হবে । সীমান্তে বিশেষ নজর দিতে হবে ? কখনও কখনও সীমান্তের ওপার থেকে কেউ কেউ এ রাজ্যে ঢুকে পড়ছে । এ ক্ষেত্রে BSF-এর ভূমিকা ঠিক আছে কি না সেটা পুলিশকে নজর রাখতে হবে ।"

বৈঠক শেষে রাজ্যের বিদায়ী মুখ্য সচিব রাজিব সিনহাকে শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী । বলেন , "গত কয়েক বছর অক্লান্ত পরিশ্রম করেছেন বিদায়ী মুখ্যসচিব। তাকে অভিনন্দন জানাচ্ছি। সরকার তার এই কাজ করার মানসিকতাকে সম্মান জানাচ্ছে ।"

Last Updated : Sep 30, 2020, 8:02 PM IST

ABOUT THE AUTHOR

...view details