পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে রাস্তায় রান্না করে প্রতিবাদ টিএমসিপি-র - assembly election 2021

অভিনব প্রতিবাদ টিএমসিপির। রাস্তায় মাটির উনুনে রান্না করেন সংগঠনের সমর্থকরা।

west-bengal-assembly-election-2021-tmcp-agitation-in-siliguri
রাস্তায় রান্না করে প্রতিবাদে টিএমসিপি

By

Published : Feb 27, 2021, 6:20 PM IST

শিলিগুড়ি, 27 ফেব্রুয়ারি : শিলিগুড়িতে অভিনব প্রতিবাদে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ। পেট্রল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে মাটির উনুনে রান্না করে তারা। পাশাপাশি নরেন্দ্র মোদির কুশপুতুল দাহ করে।

ক্রমাগত বেড়েছে পেট্রল ও ডিজেলের দাম। বেশ কিছু শহরে তেলের দাম 100টাকা ছাড়িয়েছে। তার প্রতিবাদ জানাতেই হাসমি চকে মাটির উনুনে রান্না করেন টিএমসিপি সমর্থকরা। ভাত রান্না করা হয়। উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি নির্ণয় রায়।

ছাত্র নেতার বক্তব্য়

তিনি বলেন, "পেট্রোপণ্য়ের মূল্য বৃদ্ধির প্রতিবাদে এই কর্মসূচি। বিজেপি টাকা দিয়ে বাংলায় ভোট করাতে চাইছে। কিন্তু বাংলার মানুষ 2 মে তার জবাব দিয়ে দেবে।" একইসঙ্গে তিনি বলেন, "বিজেপি চাইছে ধর্মের ভিত্তিতে ভোট ভাগ করতে। কিন্তু তা সম্ভব নয়। বাংলার মানুষ দিদির সঙ্গে রয়েছে।"

ABOUT THE AUTHOR

...view details