শিলিগুড়ি, 19 ফেব্রুয়ারি : স্থলবন্দরে ভাঙচুর চালানোর ঘটনায় ইতিমধ্যেই প্রসেনজিৎ রায়কে বহিষ্কার করেছে তৃণমূল নেতৃত্ব । তারপর থেকেই এনজেপি এলাকায় একাধিক বার আন্দোলন ও বিক্ষোভ হয়েছে । নতুন নেতাকে দল থেকে বহিষ্কার করার পর এনজেপি এলাকায় দলের শক্তি পরীক্ষায় তৃণমূল । এদিন আইএনটিটিইউসিএর তরফে একটি জনসভার আয়োজন করা হয় ৷ জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷ উপস্থিত ছিলেন দার্জিলিং জেলা তৃণমূলের সভাপতি রঞ্জন সরকার ও আইএনটিটিইউসি জেলা সভাপতি অরূপ রতন ঘোষ ৷ জনসভায় উপস্থিত ছিলেন 32টি শ্রমিক সংগঠনের শাখার কর্মী সদস্যরা ৷
প্রসেনজিৎ রায়কে দল থেকে বহিষ্কারের পর এনজেপিতে শক্তি পরীক্ষা তৃণমূলের - Goutam Deb
এনজেপি এলাকায় দলের শক্তি পরীক্ষা তৃণমূলের ৷ এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব ৷
![প্রসেনজিৎ রায়কে দল থেকে বহিষ্কারের পর এনজেপিতে শক্তি পরীক্ষা তৃণমূলের শিলিগুড়ি](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-10688595-569-10688595-1613719871389.jpg)
আরও পড়ুন : নিমতিতা স্টেশনে বিস্ফোরণস্থলের নমুনা সংগ্রহে ফরেন্সিক দল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের পর্যটনমন্ত্রী মন্ত্রী গৌতম দেব বলেন, " কোনও নেতা চলে গেলে সাময়িক কিছু সমস্যা হয় । তবে সেটা কাটিয়ে উঠতে হবে । আমি নিজে মনিটরিং করব । বিজেপি এখানে কোনও ফ্যাক্টর না । আমাদের শক্তি ভালো আছে ।" রাজনৈতিকমহলের একাংশের মতে, স্থলবন্দরে ভাঙচুর চালানোর অভিযোগে প্রসেনজিৎ রায়কে দল থেকে বহিষ্কার করার পর থেকেই এনজেপি এলাকার দলের রাশ কার হাতে যাবে তা নিয়ে বিস্তর জলঘোলা হয়েছে । এনজিপি শাখার আইএনটিটিইউসি সভাপতি প্রসেনজিৎ রায়কে পদ থেকে সরানোর পর সভাপতির পদে বসানোর মতো কোনও নেতাকেই খুঁজে পায়নি তৃণমূল নেতৃত্ব । দল দেখাশোনার জন্য একটি মনিটরিং কমিটি গঠন করা হলেও সভাপতির পদ খালি থাকায় সেখানে দলে ভাঙন ধরতে পারে বলে মনে করছে তৃণমূল শিবিরের একাংশ । সেজন্যই এদিনের জনসভার মাধ্যমে দলের কর্মী-সমর্থকদের একত্রিত থাকার বার্তা দিয়েছেন মন্ত্রী । এনজেপি এলাকায় বিজেপি যাতে কোনওভাবেই দাঁত না ফোটাতে পারে সেজন্য এদিন আগেভাগেই শক্তি পরীক্ষা করে নিল তৃণমূল বলে ধারণা রাজনৈতিকমহল ।