শিলিগুড়ি, 14 মার্চ : ভোট-বাজারে কিছুই আর বাদ যাচ্ছে না ৷ গেঞ্জি, টুপি, রোদচশমা সবেতেই ছোয়া লেগেছে ভোটের ৷ কোনও গেঞ্জির বুকে খেলা হবে... কোনওটায় আবার জয় শ্রী রাম ৷ কোথাও আবার টুপিতে লেখা মা-মাটি-মানুষ ৷
এ যেন সত্যিই এক কার্নিভাল ৷ গণতন্ত্রের উৎসবে মজেছে সাগর থেকে পাহাড়, জঙ্গলমহল থেকে রাঢ় বাংলা ৷ রাজনীতি আজ আর শুধু মাঠে-ময়দানে, সভামঞ্চের ভাষণে আটকে নেই ৷ ভোটে-গরম বাংলার প্রতিটি মানুষের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে পড়েছে রাজনীতি ৷
শিলিগুড়ির মহাবীরস্থান বাজার লাগোয়াই বাড়ি বছর পঞ্চাশের অনিমেষ দত্তর ৷ দু'দিন আগের কথা ৷ সেদিন ঘরের কিছু জিনিস কিনতে গিন্নি বাজারে পাঠিয়েছিলেন অনিমেষবাবুকে ৷ বাজারে যাওয়ার পথে রাস্তায় এক বছর একুশের ছেলেকে দেখে কিছুটা থামতে বাধ্য হলেন প্রৌঢ় ৷ ঘাড় ঘুরিয়ে দু'বার দেখলেনও ছেলেটাকে ৷ এ কেমন সানগ্লাস ! কাঁচের উপর পদ্মফুল ৷
আরও পড়ুন : আহত বাঘ আরও ভয়ঙ্কর, ভাঙা পায়ে হুঙ্কার মমতার
কিছুদূর এগোতেই তাঁর চোখ পড়ল ফুটপাথের ধারে একটা দোকানের দিকে ৷ বাইরে ঝুলছে ঘাসফুল, পদ্ম, কাস্তে-হাতুড়ি-তারার পতাকা ৷ কিন্তু পতাকার ভিড়ে ওগুলো কী ! গেরুয়া-লাল-সবুজ রঙা গেঞ্জি ৷ কোনওটায় শোভা পাচ্ছে মমতার মুখ... কোনওটায় আবার মোদির মুখ ৷
শুধু গেঞ্জি না... সানগ্লাস, চাবির রিং, শাড়ি, ব্যাজ, ঘড়ি থেকে শুরু করে কত কত রকমারি সামগ্রী । এমনকি বাদ নেই দেশলাই বাক্সও ।