পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

শিলিগুড়িতে টুম্পা সোনা গানে মিছিল বামেদের

ভোটের বাজার সরগরম গানের লড়াইয়ে ৷ ময়দান ছাড়তে নারাজ রাজনৈতিক দলগুলি ৷ এদিন শিলিগুড়িতে ব্রিগেড স্পেশাল গান বাজিয়ে মিছিল করে বামেরা ।

শিলিগুড়িতে মহামিছিল বামেদের
শিলিগুড়িতে মহামিছিল বামেদের

By

Published : Feb 26, 2021, 7:18 AM IST

শিলিগুড়ি,25 ফেব্রুয়ারি : আগামী 28 ফেব্রুয়ারি বামেদের ব্রিগেড সমাবেশ ৷ তার আগে ভোটবাজারে হিট বামেদের "টুম্পা তোকে নিয়ে বিগ্রেড যাব, টুম্পা তোকে নিয়ে মাঠ সাজাব" গান ৷ আর এই গানকে হাতিয়ার করে, ব্রিগেড সমাবেশকে সফল করতে মিছিল বের করে দার্জিলিং জেলা বামফ্রন্ট ৷ মিছিল চলে শিলিগুড়ির মহাত্মা গান্ধি চক থেকে বাঘাযতীন পার্ক ময়দান পর্যন্ত ৷ আর এই মিছিলেই চলে বামেদের ব্রিগেড স্পেশাল হিট গান ৷

ভোট বাজারে ভোট নিয়ে লড়াই তো আছেই ৷ এবার গান নিয়েও রাজনৈতিক ময়দানে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নেমে পড়েছে দলগুলি ৷ "পিসি যাও" তে মেতেছে পদ্মশিবির, ঘাসফুল মেতেছে "খেলা হবে" স্লোগানে ৷ আর, গুরুগম্ভীর বাক্যবাণে নয় , বরং "টুম্পা তোকে নিয়ে ব্রিগেড যাব" তে মজেছে লাল শিবির ৷ ইতিমধ্যেই বামেদের গানটি ব্যাপক সাড়া ফেলেছে । এদিনের মিছিলে গানের তালে পা মেলান শিলিগুড়ি বাম বিধায়ক তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য , দার্জিলিং জেলা সিপিএমের সম্পাদক জীবেশ সরকার সহ অন্যান্য ৷ বামেদের এই মিছিলের উদ্দেশ্য ছিল গানের মাধ্যমে আমজনতাকে ব্রিগেড সমাবেশে অংশগ্রহণের বার্তা দেওয়া ৷

শিলিগুড়িতে টুম্পা সোনা গানে মিছিল বামেদের

আরও পড়ুন :নাগরাকাটায় বিজেপি নেতার গাড়িতে হামলা

এই প্রসঙ্গে অশোক ভট্টাচার্য বলেন, "গানটি একটি প্যারোডি ৷ তাতে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে বলা হয়েছে । গানটি ভালো সাড়া পেয়েছে আর গানটির নিশ্চয় ভূমিকা আছে । তাতে সুর যাই থাক না কেন । প্রচুর মানুষ এই গান শুনেছে । এটা কোনও খারাপ কিছু না ।"

ABOUT THE AUTHOR

...view details