পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপিতে যোগ দিয়েই নির্বাচনী প্রচারে প্রাক্তন বাম নেতা শঙ্কর ঘোষ - সিপিআইএম

রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির তরফে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গে পদ্ম ফোটাতে শঙ্কর ঘোষকে বিধানসভা নির্বাচনের প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির । তা হলে নির্বাচনে গুরু অশোক ভট্টাচার্য বনাম শিষ্য শঙ্কর ঘোষের প্রতিদ্বন্দ্বিতা হবে । শিলিগুড়ি না হলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও শঙ্কর ঘোষকে প্রার্থী করা হতে পারে । সে ক্ষেত্রেও ওই কেন্দ্রে বাম প্রার্থী দিলীপ সিং এবং প্রাক্তণ পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে লড়াই হবে শঙ্কর ঘোষের ।

শঙ্কর ঘোষ
শঙ্কর ঘোষ

By

Published : Mar 16, 2021, 7:55 PM IST

Updated : Mar 18, 2021, 10:54 PM IST

শিলিগুড়ি, 16 মার্চ : বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনের প্রচারে নামলেন প্রাক্তণ বাম নেতা শঙ্কর ঘোষ । মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রেও প্রচার সারেন তিনি । তার প্রচারকে কেন্দ্র করে ফের রাজনৈতিকমহলে গুঞ্জন ছড়িয়েছে ।

সকালে শিলিগুড়ি পৌরনিগমের ২ নম্বর ওয়ার্ডে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়াল এবং সাধারণ সম্পাদক রাজু সাহার সঙ্গে 'চায় পে চর্চা'য় যোগ দেন তিনি । রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির তরফে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গে পদ্ম ফোটাতে শঙ্কর ঘোষকে বিধানসভা নির্বাচনের প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির । তা হলে নির্বাচনে গুরু অশোক ভট্টাচার্য বনাম শিষ্য শঙ্কর ঘোষের প্রতিদ্বন্দ্বিতা হবে । শিলিগুড়ি না হলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও শঙ্কর ঘোষকে প্রার্থী করা হতে পারে । সে ক্ষেত্রেও ওই কেন্দ্রে বাম প্রার্থী দিলীপ সিং এবং প্রাক্তণ পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে লড়াই হবে শঙ্কর ঘোষের ।

বিজেপির প্রচারে যোগ দিলেন শঙ্কর ঘোষ

আরও পড়ুন :ঢাক বাজিয়ে শিলিগুড়িতে প্রচারে অশোক ভট্টাচার্য

এই বিষয়ে শঙ্কর ঘোষ বলেন, "প্রার্থী করার বিষয়ে কোন চিন্তা ভাবনা নেই । সেটা দল ঠিক করবে । আমি দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছি মাত্র ।"

আরও পড়ুন :ভোট আবহে শিলিগুড়ি থেকে 80 লক্ষ টাকা সহ গ্রেফতার ব্যক্তি

সম্প্রতি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে অশোক ভট্টাচার্য এবং ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে দিলীপ সিংকে প্রার্থী করায় দলত্যাগ করেন প্রাক্তণ বাম নেতা তথা শিলিগুড়ি পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য শঙ্কর ঘোষ । অভিযোগ, প্রার্থী তালিকায় কোন নতুন মুখ বা দলের কোন নতুন কর্মীকে সুযোগ দেওয়া হচ্ছিল না । অন্যদিকে, বাম শিবিরের নেতৃত্বদের অভিযোগ, ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রে দুবার নির্বাচনে পরাজিত হওয়ায় দিলীপ সিংকে সরিয়ে প্রার্থী হতে চাইছিলেন শঙ্কর ঘোষ । পরে টিকিট না দেওয়ায় দল ত্যাগ করেছেন তিনি ।

Last Updated : Mar 18, 2021, 10:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details