শিলিগুড়ি, 16 মার্চ : বিজেপিতে যোগ দিয়েই বিধানসভা নির্বাচনের প্রচারে নামলেন প্রাক্তণ বাম নেতা শঙ্কর ঘোষ । মঙ্গলবার ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রের পাশাপাশি শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রেও প্রচার সারেন তিনি । তার প্রচারকে কেন্দ্র করে ফের রাজনৈতিকমহলে গুঞ্জন ছড়িয়েছে ।
সকালে শিলিগুড়ি পৌরনিগমের ২ নম্বর ওয়ার্ডে বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা সভাপতি প্রবীন আগরওয়াল এবং সাধারণ সম্পাদক রাজু সাহার সঙ্গে 'চায় পে চর্চা'য় যোগ দেন তিনি । রাজনৈতিক মহলের ধারণা, বিজেপির তরফে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে বাম দুর্গে পদ্ম ফোটাতে শঙ্কর ঘোষকে বিধানসভা নির্বাচনের প্রার্থী করতে চাইছে গেরুয়া শিবির । তা হলে নির্বাচনে গুরু অশোক ভট্টাচার্য বনাম শিষ্য শঙ্কর ঘোষের প্রতিদ্বন্দ্বিতা হবে । শিলিগুড়ি না হলে ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা কেন্দ্রেও শঙ্কর ঘোষকে প্রার্থী করা হতে পারে । সে ক্ষেত্রেও ওই কেন্দ্রে বাম প্রার্থী দিলীপ সিং এবং প্রাক্তণ পর্যটন মন্ত্রী গৌতম দেবের বিরুদ্ধে লড়াই হবে শঙ্কর ঘোষের ।