শিলিগুড়ি, 21 জুলাই : শহিদ দিবসের মঞ্চ থেকেই 2024-এর লোকসভা নির্বাচনের প্রস্তুতি শুরুর বার্তা ঘাসফুল শিবিরের। সারা রাজ্যের পাশাপাশি বুধবার শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের মেলা গ্রাউন্ডে দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের তরফে করোনার স্বাস্থ্যবিধি মেনে শহিদ দিবস সমাবেশের আয়োজন করা হয়েছিল।
উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের উত্তরবঙ্গের কোর কমিটির চেয়ারম্যান তথা শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান গৌতম দেব, দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, জেলা যুব তৃণমূল সভাপতি কুন্তল রায়, তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নির্ণয় রায়, মুখপাত্র বেদব্রত দত্ত সহ শীর্ষস্থানীয় জেলা নেতৃত্ব।
শহিদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন গৌতম দেব শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর মেলা গ্রাউন্ডে জায়েন্ট স্ক্রিনে মুখ্যমন্ত্রীর বার্তা শুনতে দেখা গেল দলের কর্মী-সমর্থকদের। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন থেকেই কোমর বেঁধে প্রস্তুতি শুরু করার বার্তা দেন গৌতম দেব।
আরও পড়ুন: Mamata Banerjee : বিজেপিকে হারানোর লক্ষ্যে এবার দেশজুড়ে খেলা হবে, ঘোষণা মমতার
গৌতম দেব বলেন, "2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে এই অত্যাচারী স্বৈরতান্ত্রিক বিজেপি সরকারকে ভারতবর্ষের মঞ্চ থেকে সরাতে এখন থেকেই সঙ্ঘবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা সবাই মিলে এবং গোটা ভারতের মানুষ এক হয়ে তৃণমূল নেত্রীর নেতৃত্বে সংগ্রাম হবে স্বৈরতান্ত্রিক সরকারের বিদায় ঘণ্টা বাজানোর জন্য ৷