পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার ‘সিআইডি’কে, ফের ময়নাতদন্তের দাবি বিজেপির

গতকাল উত্তরকন্য়া অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্য়ু নিয়ে এবার সরগরম রাজ্য় রাজনীতি ৷ ইতিমধ্য়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য়ু নিয়ে বিবৃতি দিল রাজ্য় পুলিশ ৷ সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে ৷

wb-police-gives-their-statment-on-bjp-workwer-death
বিজেপি কর্মীর মৃত্য়ুর তদন্তভার ‘সিআইডি’কে

By

Published : Dec 8, 2020, 12:01 PM IST

Updated : Dec 8, 2020, 1:32 PM IST

শিলিগুড়ি, 8 ডিসেম্বর : বিজেপি যুবমোর্চার উত্তরকন্য়া অভিযানে নিহত উলেন রায়ের মৃত্য়ুর ঘটনায় বিবৃতি প্রকাশ করল রাজ্য় পুলিশ ৷ সেখানে পুলিশের তরফে ছররার গুলি চালানো হয়নি বলে জানানো হয়েছে ৷ প্রসঙ্গত, বিজেপি কর্মী উলেন রায়ের দেহে শটগান আঘাতে মৃত্য়ুর কথা উল্লেখ করা হয়েছে ৷ এই ঘটনায় অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ এনেছে রাজ্য় পুলিশ ৷ ঘটনায় রাজ্য়ের গোয়েন্দা বিভাগ সিআইডিকে তদন্ত ভার দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ৷ অন্য়দিকে, বিজেপির তরফে সায়ন্তন বসু অভিযোগ করেছেন, পুলিশই ছররা গুলি চালিয়েছিল ৷ তার প্রমাণ তাঁদের কাছে আছে বলে দাবি করেছেন সায়ন্তন বসু ৷ তাঁর অভিযোগ পুলিশ মিথ্য়ে কথা বলছে ৷ প্রয়োজনে আইন ব্য়বস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ৷ বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানিয়ে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে চিঠি দেওয়া হয়েছে ৷ ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবিও করেছে বিজেপি ৷

গতকাল উত্তরকন্য়া অভিযানে বিজেপি কর্মীর অস্বাভাবিকভাবে মৃত্য়ু নিয়ে এবার সরগরম রাজ্য় রাজনীতি ৷ ইতিমধ্য়ে পুলিশ প্রশাসনের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে বিজেপির রাজ্য় সভাপতি দিলীপ ঘোষ ৷ আর এসবের মাঝেই, বিজেপি কর্মী উলেন রায়ের মৃত্য়ু নিয়ে বিবৃতি দিল রাজ্য় পুলিশ ৷ সেখানে প্রশাসনের তরফে জানানো হয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী ‘শট গানের আঘাতে’ মৃত্য়ু হয়েছে ৷ তবে, পুলিশ প্রশাসন শট গান ব্য়বহার করে না ৷ এতে স্পষ্ট যে গতকালের প্রতিবাদের সময় সশস্ত্র ব্য়ক্তিদের আনা হয়েছিল ৷ তারাই আগ্নেয়াস্ত্র থেকে গুলি চালিয়েছে ৷ পুলিশের তরফে আরও বলা হয়েছে, মৃত ব্য়ক্তির কাছেই দাঁড়িয়ে থাকা কারও শটগানের গুলির প্য়ালেট ওই নিহত ব্য়ক্তির শরীরে লেগে এই দুর্ঘটনা ঘটেছে ৷ এই ঘটনাকে নজিরবিহীন বলে রাজ্য় পুলিশের তরফে জানানো হয়েছে ৷ দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়ে, রাজ্য় পুলিশের তরফে তদন্তভার সিআইডিকে দেওয়া হয়েছে ৷ তদন্তভার হাতে পেয়ে সিআইডির তরফে সিট গঠন করা হয়েছে ৷

আরও পড়ুন : রাতেই ময়নাতদন্ত মৃত বিজেপি কর্মীর দেহ, ফের ময়নাতদন্তের দাবি বিজেপির

অন্য়দিকে, বিতর্ক এড়াতে গতরাতেই জেলাশাসকের নির্দেশে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত বিজেপি কর্মী উলেন রায়ের দেহ ময়নাতদন্ত করা হয় পুলিশের ব্যবস্থাপনায় । পরিবারের উপস্থিতিতে হয় ময়নাতদন্ত । ময়নাতদন্তের পর পুলিশ রাতে দেহ দাহ করার জন্য পরিবারের কাছে আবেদন জানায় । যদিও পরিবারের সদস্যরা তাতে রাজি হননি । আর এই ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে রাজ্য় রাজনীতিতে ৷ বিজেপির তরফে রাতে উলেন রায়ের দেহের ময়নাতদন্ত করা নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ তেলা হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট মানতে নারাজ রাজ্য় বিজেপি নেতৃত্ব ৷ এদিন বিজেপি নেতা সায়ন্তন ঘোষ অভিযোগ করেন, পুলিশ রাতে উলেনের পরিবারকে তুলে নিয়ে গিয়ে ময়নাতদন্ত করায় ৷ এমনকি পরিবারকে দিয়ে জোর করে মুচলেকা লিখিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি ৷ বলা হয়েছে, উলেন রায় দুষ্কৃতীদের হামলায় মারা গেছে, এমন বিবৃতিতে জোর করে সই করানো হয়েছে পরিবারকে দিয়ে ৷ প্রয়োজনে সুবিচার পেতে রাজ্য় প্রশাসনের বিরুদ্ধে আইনের পথেও হাঁটবেন বলে জানিয়েছেন সায়ন্তন বসু ৷ বিজেপির অভিযোগকে সম্পূর্ণ অযৌক্তিক বলে উড়িয়ে দিয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায় ৷ তিনি পালটা বিজেপিকে আদালতে যাওয়ার কথা বলেছেন ৷

আরও পড়ুন : উত্তরবঙ্গ লাইভ : মৃত্যুতদন্তে চক্রান্তের অভিযোগ, বনধ সমর্থনে পথে বিজেপি

ইতিমধ্য়েই বিজেপির তরফে পুনরায় ময়নাতদন্তের দাবি জানানো হয়েছে ৷ সেই নিয়ে একটি চিঠিও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কর্তৃপক্ষকে দিয়েছে বিজেপি নেতৃত্ব ৷ সঙ্গে ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফির দাবি জানিয়েছে তারা ৷ ফের ময়নাতদন্ত না হলে, মৃত উলেন রায়ের দেহ নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে ৷ এদিন রাজ্য় পুলিশের দেওয়া বিবৃতিও মানতে অস্বীকার করেছেন বিজেপি নেতা সায়ন্তন বসু ৷ তাঁর পালটা অভিযোগ, পুলিশই শটগান চালিয়েছে ৷ আর তা যদি না হয়, তাহলে পুলিশের মধ্য়েই দুষ্কৃতীরা লুকিয়ে থেকে শটগান ব্য়বহার করেছে বলে অভিযোগ তুলেছেন সায়ন্তন বসু ৷ প্রয়োজনে আইনের পথে যাওয়ার কথাও জানান তিনি ৷ যারপরেই গোটা ঘটনায় নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে ৷

Last Updated : Dec 8, 2020, 1:32 PM IST

ABOUT THE AUTHOR

...view details