কলকাতা, 18 মার্চ:বৈধ রেশন কার্ড রয়েছে, তার সঙ্গে আধার কার্ডের যুক্তও রয়েছে। কিন্তু, ই-পস (ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল) মেশিনে আঙুলের ছাপ নিচ্ছে না। এর ফলে বহু গ্রাহক রেশন থেকে বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগ দীর্ঘদিনের। নিরুপায় রেশন ডিলাররা। কারণ, গ্রাহকের আঙুলের ছাপ না-মিললে তাঁরাও রেশন সামগ্রী পাবেন না। আগামী মাস থেকে সেই সমস্যার সমাধান হতে চলেছে। আঙুলের ছাপ না-মিললেও গ্রাহকদের বঞ্চিত করতে নারাজ রাজ্য খাদ্য দফতর। তার জন্য রেশন দোকানে রেটিনা স্ক্যানার পাঠানো হচ্ছে (WB Govt Takes New Initiatives)। চোখের মণি মিললেই রেশন পাবেন গ্রাহকরা। তার জন্য আর আঙুলের ছাপের প্রয়োজন নেই।
রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সাক্ষাৎকারে ইটিভি ভারতকে বলেন, "আঙুলের ছাপ নিচ্ছে না ইলেকট্রনিক পয়েন্ট অফ সেল। চিন্তা নেই এবার চোখের মণি মিললেই রেশন পাবেন গ্রাহকরা। তার জন্য প্রত্যেকটি রেশন দোকানে রেটিনা স্ক্যানার মেশিন দেওয়া হবে। ইতিমধ্যে, প্রত্যেকটি জেলার পাঁচটি করে দোকানে এই মেশিন দেওয়া হয়েছে পরীক্ষামূলকভাবে। আগামী এপ্রিল মাসে প্রত্যেকটি রেশন ডিলাররা এই মেশিন পাবেন। যাদের আঙুলের ছাপ মিলবে না, তাঁদের রেটিনা স্ক্যান করে বরাদ্দ রেশন প্রদান করা হবে।"