শিলিগুড়ি, 26 জুন:রাজ্যের সঙ্গে সংঘাতের আবহেই এবার উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্যপাল ৷ ইতিমধ্য়েই বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করেছেন রাজ্যপাল তথা আচার্য ৷ সেক্ষেত্রে রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা করা হয়নি বলে অভিযোগ করেছিলেন খোদ রাজ্যের শিক্ষামন্ত্রী ৷ তারপরও একাধিক ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের শৈত্য আরও বেড়েছে ৷ আর তার মাঝেই এবার রাজ্যের সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস ৷ জানা গিয়েছে আগামী 28 জুন এই বৈঠক হওয়ার কথা রয়েছে ৷ আর সেই বৈঠকের পর রাজ্যপাল যে কোনও কড়া পদক্ষেপ নিতে পারেন, তার ইঙ্গিত সোমবারই দিয়েছেন আনন্দ বোস ৷
প্রায় একতরফাভাবে রাজ্যপাল 14টি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী উপাচার্য নিয়োগ করেছিলেন বলে বারবার অভিযোগ করেছে রাজ্যের শাসকদল ৷ পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, সেই উপাচার্যদের বেতন ও ভাতা বন্ধ করে দিয়েছে রাজ্য সরকার। তাতেই বেজায় চটেছেন রাজ্যপাল। তাই এবার সেই অস্থায়ী উপাচার্যদেরই ডেকে পাঠালেন রাজ্যপাল আনন্দ বোস। তাঁদের সঙ্গে বৈঠকও করবেন তিনি। এরপর কি তবে রাজ্য সরকারের বিরুদ্ধে কড়া পদক্ষেপের পথে হাঁটবেন রাজ্যপাল ? উপাচার্য নিয়োগ ইস্যুতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে আগে বৈঠক করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস। তবে পরে সুর-তাল কেটে যায়। শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, রাজ্যের পরামর্শ না-নিয়েই বিশ্ববিদ্যালয়গুলিতে বেআইনিভাবে উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।