পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Shikara Service in Mirik : মিরিক যেন একটুকরো ডাল লেক, পুরোদমে চালু হচ্ছে শিকারা পরিষেবা - Gorkhaland Territorial Administration launched shikara service at Mirik lake

ট্রায়াল হিসেবে একটি শিকারা নেমেছিল আগেই ৷ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে শাল-সেগুনে সাজানো সুমেন্দু লেকে বাড়ানো হচ্ছে শিকারার সংখ্যা (Gorkhaland Territorial Administration launched shikara service at Mirik lake) ৷

Shikara Service in Mirik
মিরিক যেন একটুকরো ডাল লেক, পুরোদমে চালু হচ্ছে শিকারা পরিষেবা

By

Published : Mar 21, 2022, 5:24 PM IST

মিরিক, ২১ মার্চ : ডাল লেক গিয়েছেন অথচ শিকারা চড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ৷ আসলে কাশ্মীরের নৈসর্গিক পটভূমিতে বাড়তি কদর রয়েছে এই শিকারার ৷ ডাল লেকের অন্যতম এই আকর্ষণ আবার একশ্রেণীর মানুষের রুটি-রুজির সংস্থানও বটে ৷ ভূস্বর্গের সেই শিকারা চড়ার স্বাদ এবার ভ্রমণ পিপাসু বাঙালির সাধ্যের মধ্যেই ৷ মিরিকের সুমেন্দু লেকে পুরোদমে চালু হচ্ছে শিকারা (Visitors can experience shikara ride in Mirik now) ৷

ট্রায়াল হিসেবে একটি শিকারা নেমেছিল আগেই ৷ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে শাল-সেগুনে সাজানো সুমেন্দু লেকে বাড়ানো হচ্ছে শিকারার সংখ্যা (Gorkhaland Territorial Administration launched shikara service at Mirik lake) ৷ এবিষয়ে জিটিএয়ের পর্যটন বিভাগের সহ-অধিকর্তা সুরজ শর্মা জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতেই কাশ্মীরের ডাল লেকের ন্যায় শিকারা চালু করা হচ্ছে। ট্রায়াল রানের সময় থেকেই পর্যটদের শিকারায় চড়া নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে । তাই এই সিদ্ধান্ত ৷

আরও পড়ুন : Cubs of Tigress Shila : সুখবর ! পাঁচ রয়্যাল শাবকের জন্ম দিল শিলা

আধ ঘন্টার জন্য 500 টাকা ভাড়া ধার্য করা হয়েছে শিকারাগুলিতে। দার্জিলিং জেলার অন্তর্গত মিরিকের লেকগুলিকে ঢেলে সাজাতে 56 কোটি টাকা খরচ করেছে জিটিএ। শিকারা চালুর বিষয়টি তারই অন্তর্গত ৷ অতিমারির জেরে ধুঁকতে থাকা পর্যটন শিল্পকে চাঙ্গা করতে সুমেন্দু লেকে শিকারা চালুর সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন বিভিন্ন ট্যুর অপারেটররাও ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details