মিরিক, ২১ মার্চ : ডাল লেক গিয়েছেন অথচ শিকারা চড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর ৷ আসলে কাশ্মীরের নৈসর্গিক পটভূমিতে বাড়তি কদর রয়েছে এই শিকারার ৷ ডাল লেকের অন্যতম এই আকর্ষণ আবার একশ্রেণীর মানুষের রুটি-রুজির সংস্থানও বটে ৷ ভূস্বর্গের সেই শিকারা চড়ার স্বাদ এবার ভ্রমণ পিপাসু বাঙালির সাধ্যের মধ্যেই ৷ মিরিকের সুমেন্দু লেকে পুরোদমে চালু হচ্ছে শিকারা (Visitors can experience shikara ride in Mirik now) ৷
ট্রায়াল হিসেবে একটি শিকারা নেমেছিল আগেই ৷ গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের উদ্যোগে শাল-সেগুনে সাজানো সুমেন্দু লেকে বাড়ানো হচ্ছে শিকারার সংখ্যা (Gorkhaland Territorial Administration launched shikara service at Mirik lake) ৷ এবিষয়ে জিটিএয়ের পর্যটন বিভাগের সহ-অধিকর্তা সুরজ শর্মা জানান, পর্যটকদের আকর্ষণ বাড়াতেই কাশ্মীরের ডাল লেকের ন্যায় শিকারা চালু করা হচ্ছে। ট্রায়াল রানের সময় থেকেই পর্যটদের শিকারায় চড়া নিয়ে বাড়তি আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে । তাই এই সিদ্ধান্ত ৷