পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Agitation for Electricity: বিদ্যুতের দাবিতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ গ্রামবাসীদের - বিদ্যুতের দাবিতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ

স্বাধীনতার 75 বছর পার হলেও গ্রামে আসেনি বিদ্যুৎ । দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ গ্রামবাসীদের (Agitation for Electricity) ।

Agitation for Electricity
Agitation for Electricity

By

Published : Nov 23, 2022, 10:05 PM IST

শিলিগুড়ি, 23 নভেম্বর: স্বাধীনতার পর থেকে এখনও গ্রামে পৌঁছয়নি বিদ্যুৎ। ক্ষোভে দুয়ারে সরকারের শিবিরে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা (Agitation for Electricity) । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা এলাকায় ।

স্বাধীনতার 75 বছর পার হয়ে যাওয়ার পরে আজও বাগডোগরার ব্যাংডুবি এলাকার বেশ কয়েকটা গ্রামে বিদ্যুৎ না থাকার দরুন খুব সমস্যার মধ্যে দিন কাটাতে হচ্ছে গ্রামবাসীদের । এর আগে দুয়ারে সরকার শিবিরে ফর্ম ফিলাপ করে জমা দেওয়ার পরও কোন সুরাহা মেলেনি । একাধিকবার লিখিতভাবে বাগডোগরা বিদ্যুৎ অফিসের দ্বারস্থ হলেও এখন পর্যন্ত কোন ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন গ্রামবাসীরা ।

এমনকী তাদেরকে বিভিন্ন দফতরে পাঠানো হয় ৷ এর ফলে হয়রানির মুখে পড়তে হয় গ্রামবাসীদের । অবশেষে বাগডোগরা সুভমায়া সূর্য নয়ন হিন্দি হাইস্কুলে চলা দুয়ারে সরকার শিবিরে গ্রামবাসীরা একত্রিত হয়ে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে (Villagers protest at Duare Sarkar camp) । গ্রামবাসীদের দাবি, অতিসত্বর তাদের গ্রামে যদি বিদ্যুতের সুব্যবস্থা না করা হয়, তাহলে তারা পরবর্তীতে বৃহত্তর আন্দোলনে নামবেন ।

গ্রামবাসী অনিতা লাকড়া বলেন, "রাতে আমাদের বিভিন্ন সমস্যার মুখে পড়তে হয় । পড়ুয়াদের সব থেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে । পাশাপাশি গ্রামের পাশেই রয়েছে বিশাল বনাঞ্চল । মাঝেমধ্যেই সেখান থেকে জীবজন্তু রাতের অন্ধকারে গ্রামে ঢুকে পরে । বিদ্যুৎ না থাকার জন্যে গ্রামবাসীরা বেশিরভাগ সময় আতঙ্কের মধ্যে জীবন যাপন করছেন ।" আর এক গ্রামবাসী অমিতাভ সরকার বলেন, "স্কুল পড়ুয়াদের পড়াশোনা করতে খুব সমস্যার মুখে পড়তে হচ্ছে । স্বাধীনতার পর থেকে ওই গ্রামগুলিতে বিদ্যুৎ নেই । রাজ্য সরকার কোন পদক্ষেপ করছে না ।"

বিদ্যুতের দাবিতে দুয়ারে সরকার শিবিরে বিক্ষোভ গ্রামবাসীদের

আরও পড়ুন:লকআপে আত্মহত্যার চেষ্টা, 10 দিন পর অবশেষে মৃত্যু যুবকের; শুরু বিভাগীয় তদন্ত

এই বিষয়ে বাগডোরা বিদ্যুৎ অফিসের আধিকারিক সুমিত কোনার বলেন, "সমস্ত বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে ৷ অতিসত্বর তাদের গ্রামে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে ।" আপার বাগডোগরা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জীব সিনহা বলেন, "গ্রামবাসীদের বিক্ষোভ দেখানোটা স্বাভাবিক । কারণ তাদের কাছে রেজিস্ট্রেশন নম্বর ছিল না এবং তাদের সমস্যাটা দীর্ঘদিনের । খুব দ্রুত তাদের সমস্যাটা সমাধান করা হবে ।"

ABOUT THE AUTHOR

...view details