শিলিগুড়ি , 14 সেপ্টেম্বর : শিলিগুড়ির এক মহিলা টোটো চালকের সামাজিক কাজের ভূয়সী প্রশংসা করলেন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু । শক্তিগড়ের বাসিন্দা মুনমুন সরকার পেশায় টোটোচালক। শিলিগুড়িতে কোরোনা আক্রান্ত রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া অথবা হাসপাতাল থেকে ছুটি পেলে তাদের বাড়িতে পৌঁছে দিতে হাসিমুখে এগিয়ে যান মুনমুন । বিনা পারিশ্রমিকে এই কাজ করেন তিনি । তা জানতে পেরে তাঁর এই কাজকে কুর্নিশ জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেন উপরাষ্ট্রপতি।
বিনা পারিশ্রমিকে কোরোনা রোগীদের পাশে টোটোচালক মুনমুন, প্রশংসা উপরাষ্ট্রপতির - শিলিগুড়ির মহিলা টোটোচালক মুনমুন সরকার
বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের খোঁজে হিমশিম খাচ্ছে আক্রান্তের পরিজনেরা । এই পরিস্থিতিতে শিলিগুড়িবাসীর ত্রাতার ভূমিকায় মুনমুন । বিনা পারিশ্রমিকে তাঁর টোটোয় করে রোগীকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি ।
হাসপাতালে যাওয়া-আসার ক্ষেত্রে কোরোনা আক্রান্ত রোগীদের নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে ৷ সঠিক সময়ে অ্যাম্বুলেন্স পাচ্ছেন না তাঁরা ৷ বাড়ি থেকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সের খোঁজে হিমশিম খাচ্ছেন বহু আক্রান্তের পরিজনেরা । এই পরিস্থিতিতে শিলিগুড়িবাসীর ত্রাতার ভূমিকায় মুনমুন । বিনা পারিশ্রমিকে PPE কিট পরে তাঁর টোটোয় করে রোগীকে হাসপাতালে পৌঁছে দিচ্ছেন তিনি ।
মুনমুন জানান, বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে । উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু আমার প্রশংসা করেছেন । আমি গর্বিত । মানুষের উপকারে লাগতে পারলে আলাদা আনন্দ পাওয়া যায়। তাই এই কাজ করি । কিন্তু উপরাষ্ট্রপতি স্বয়ং প্রশংসা করবেন তা স্বপ্নেও ভাবিনি । খুব আনন্দ হচ্ছে ৷
ঘটনা জানাজানি হতেই এলাকার বাসিন্দারাও শুভেচ্ছা জানিয়েছেন মুনমুনকে। আগামীদিনেও এইভাবে মানুষের পাশে দাঁড়াবেন বলে জানান মুনমুন ।