শিলিগুড়ি, 4 জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করছে রেল পুলিশ ও রেল মন্ত্রক । বুধবার বন্দে ভারতের নিরাপত্তার জন্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (NJP Station) বৈঠকে বসেন আরপিএফ (RPF) ও জিআরপির (GRP) উচ্চপদস্থ আধিকারিকরা । আর এবার আরপিএফের পাশাপাশি বন্দে ভারতের নিরাপত্তায় (Vande Bharat Security) থাকবে রেল পুলিশও ।
পাশাপাশি মনিটরিংয়ের জন্য রেল পুলিশের তরফে তৈরি করা হয়েছে জোন ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ । যে গ্রুপের মাধ্যমে প্রত্যেক স্টেশনে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত নজরদারি চালাবে রেল পুলিশ । পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফেও রাজ্য সরকার, পুলিশ, গোয়েন্দা বিভাগ ও রেল পুলিশকে তদন্তে সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে । ইতিমধ্যে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় সিআইডি (CID) তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুভাষ সরকার ।
এদিন বৈঠকের পর রেল পুলিশের শিলিগুড়ির পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "আমরা রেল পুলিশ কর্মী ও আধিকারিকদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেই গ্রুপের মাধ্যমে আমরা নজরদারি চালাব । ট্রেন স্টেশনে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত ট্রেনের ছবি গ্রুপে দেওয়া হবে । গ্রুপে থাকবে সমস্ত আইসি, ওসি-সহ পুলিশ কর্মীরা থাকবে । ট্রেনের ভিতরেও এখন থেকে একজন অফিসার ও দু’জন কনস্টেবল রাখা হবে । এনজেপি থেকে হাওড়া পর্যন্ত রেল পুলিশও থাকবে ।"