পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vande Bharat Security: বন্দে ভারতের নিরাপত্তায় ট্রেনের ভিতরেই থাকবে রেল পুলিশ, নজরদারিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ - Vande Bharat Security

বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) নিরাপত্তা বৃদ্ধি করল রেল ও রাজ্য পুলিশ । এবার থেকে বন্দে ভারতের ভিতরেও নিরাপত্তায় থাকবে রেল পুলিশ । নজরদারিতে হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । এই নিয়ে বুধবার নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে আরপিএফ (RPF) ও জিআরপির (GRP) মধ্যে বৈঠক হয় ৷

Vande Bharat Security
Vande Bharat Security

By

Published : Jan 4, 2023, 5:14 PM IST

বন্দে ভারতের নিরাপত্তায় বিশেষ সতর্কতা

শিলিগুড়ি, 4 জানুয়ারি: বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) নিয়ে এবার বিশেষ সতর্কতা অবলম্বন করছে রেল পুলিশ ও রেল মন্ত্রক । বুধবার বন্দে ভারতের নিরাপত্তার জন্য নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে (NJP Station) বৈঠকে বসেন আরপিএফ (RPF) ও জিআরপির (GRP) উচ্চপদস্থ আধিকারিকরা । আর এবার আরপিএফের পাশাপাশি বন্দে ভারতের নিরাপত্তায় (Vande Bharat Security) থাকবে রেল পুলিশও ।

পাশাপাশি মনিটরিংয়ের জন্য রেল পুলিশের তরফে তৈরি করা হয়েছে জোন ভিত্তিক হোয়াটসঅ্যাপ গ্রুপ । যে গ্রুপের মাধ্যমে প্রত্যেক স্টেশনে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত নজরদারি চালাবে রেল পুলিশ । পাশাপাশি রেল কর্তৃপক্ষের তরফেও রাজ্য সরকার, পুলিশ, গোয়েন্দা বিভাগ ও রেল পুলিশকে তদন্তে সহযোগিতার জন্য আবেদন করা হয়েছে । ইতিমধ্যে বন্দে ভারতে পাথর ছোড়ার ঘটনায় সিআইডি (CID) তদন্তের দাবি জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সুভাষ সরকার ।

এনজেপি স্টেশনে বৈঠক

এদিন বৈঠকের পর রেল পুলিশের শিলিগুড়ির পুলিশ সুপার এস সেলভামুরুগান বলেন, "আমরা রেল পুলিশ কর্মী ও আধিকারিকদের নিয়ে একটি হোয়াটস অ্যাপ গ্রুপ তৈরি করা হয়েছে । সেই গ্রুপের মাধ্যমে আমরা নজরদারি চালাব । ট্রেন স্টেশনে ঢোকা থেকে বের হওয়া পর্যন্ত ট্রেনের ছবি গ্রুপে দেওয়া হবে । গ্রুপে থাকবে সমস্ত আইসি, ওসি-সহ পুলিশ কর্মীরা থাকবে । ট্রেনের ভিতরেও এখন থেকে একজন অফিসার ও দু’জন কনস্টেবল রাখা হবে । এনজেপি থেকে হাওড়া পর্যন্ত রেল পুলিশও থাকবে ।"

পাশাপাশি তিনি বলেন, ‘‘আরপিএফের কাছে কুমারগঞ্জের ঘটনায় আমাদের তদন্ত হস্তান্তরের জন্য বলা হয়েছে । রেল পুলিশের অনেক পরিকাঠামো রয়েছে, যা তদন্তে গতি আনবে ।’’ উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, "রেলের তরফে অভিযোগ দায়ের করা হয়েছে । রাজ্য পুলিশ তদন্ত করছে । পাশাপাশি নিরাপত্তাও বাড়ানো হয়েছে ।" শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ বলেন, "রাজ্য সরকারের উচিত বন্দে ভারতে হামলার ঘটনায় দ্রুত পদক্ষেপ করা ।"

এনজেপি স্টেশনে বৈঠক

প্রসঙ্গত, উদ্বোধনের দু’দিনের মধ্যেই প্রথমে মালদার কুমারগঞ্জ ও পরে নিউ জলপাইগুড়ি রেল স্টেশনের কাছে সি 3 ও সি 6 কামরায় পাথর দিয়ে হামলার ঘটনা ঘটে । আর ওই ঘটনার পরই উত্তাল হয়ে ওঠে গোটা দেশ । তড়িঘড়ি পরিস্থিতি সামাল ও তদন্তে নামে রেল পুলিশ ও আরপিএফ ।

এনজেপি স্টেশনে বৈঠক

আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আগে বন্দে ভারত ট্রেনে দুজন অফিসার ও তিন থেকে চার জন অস্ত্র-সহ কনস্টেবল দেওয়া হতো । এনজেপির ঘটনার পর ট্রেনে তিনজন অফিসার ও ছয় থেকে সাতজন বন্দুক-সহ কনস্টেবল মোতায়েন করা হয়েছে । পাশাপাশি থাকবে তিনজন রেল পুলিশ ।

আরও পড়ুন:বন্দে ভারতকে লক্ষ্য করে ছোড়া হল পাথর, ক্ষতিগ্রস্ত কাঁচের দরজা

ABOUT THE AUTHOR

...view details