শিলিগুড়ি, 9 অক্টোবর : বড়সড় সাফল্য পেল বন দফতর । গোপনসূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে প্রায় 20 লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা । বন দফতর সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ির 31 নম্বর জাতীয় সড়কে অভিযান চালায় সারুগাড়া রেঞ্জের বন কর্মীরা । রাত আনুমানিক 1.30 মিনিট নাগাদ সন্দেহভাজন একটি ট্রাককে আটক করে তল্লাশি চালানো হয় ৷ ট্রাকের ভিতর থেকে উদ্ধার হয় বহুমূল্য সেগুন কাঠ ।
পুলিশের চোখে ধুলো দিতে ওই ট্রাকের বাইরে বাড়ির আসবাবপত্র লেখা থাকলেও চোরাই কাঠ পাচার করা হচ্ছিল । যদিও বন কর্মীরা ট্রাকটির পিছু নিতেই পরিত্যক্ত জায়গায় ট্রাকটি ফেলে পালিয়ে যায় পাচারকারীরা । ফলে ওই ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানিয়েছেন বন আধিকারিকেরা ।