শিলিগুড়ি, 20 মে : কাঠপাচার আটকাতে সফল হল শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের এনজেপি থানা ৷ পুলিশের অভিযানে উদ্ধার হল 50 লাখ টাকার সেগুন কাঠ ৷ পুলিশ সূত্রে খবর, ওই কাঠ ট্রাকে করে আদার বস্তার আড়ালে পাচারের পরিকল্পনা করেছিল পাচারকারীরা ৷ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে এনজেপি থানার পুলিশ ৷
সংশ্লিষ্ট সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার রাতে গোপনে খবর পেয়ে অভিযান চালায় এনজেপি থানার পুলিশ ৷ ফুলবাড়ি এলাকায় একটি আদাবোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় বিপুল পরিমাণ সেগুন কাঠ ৷ ঘটনায় গ্রেফতার করা হয়েছে ট্রাকচালক চন্দনকুমার সিংকে ৷ তিনি বিহারের বাসিন্দা ৷
ধৃতকে বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পেশ করা হয় ৷