পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Job Scam: চাকরি দেওয়ার নামে প্রতারণা ! গ্রেফতার উত্তরকন্যার নিরাপত্তারক্ষী, পলাতক আরেক কর্মী - উত্তরকন্যার নিরাপত্তারক্ষী গ্রেফতার

Uttar Kanya security personnel arrested: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার থেকে গ্রেফতার করা হল সেখানকার এক নিরাপত্তারক্ষীকে ৷ পলাতক আরেক কর্মী ৷

Uttar Kanya security personnel arrested
গ্রেফতার উত্তরকন্যার নিরাপত্তারক্ষী

By ETV Bharat Bangla Team

Published : Nov 2, 2023, 1:24 PM IST

শিলিগুড়ি, 2 নভেম্বর: চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন উত্তরবঙ্গের শাখা সচিবালয় উত্তরকন্যার এক নিরাপত্তা কর্মী । এই ঘটনায় জড়িত আরও এক নিরাপত্তা কর্মী পলাতক । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শিলিগুড়িতে । প্রশ্ন উঠতে শুরু করেছে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্তরা হলেন মইনুর রহমান ও বিষ্ণুপদ গুপ্ত । দু'জনেই উত্তরকন্যা সংলগ্ন ফুলবাড়ি এলাকার বাসিন্দা । দু'জনেই উত্তরকন্যায় বেসরকারি সংস্থার অধীন নিরাপত্তা রক্ষীর কাজ করেন । অভিযোগ, উত্তরকন্যায় কাজ করার সুযোগ নিয়ে বহিরাগত নিরীহ ছেলেমেয়েদের চাকরি দেওয়ার নাম করে তাঁদের কাছ থেকে টাকা নিয়েছিলেন অভিযুক্তরা । আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নামে উত্তরকন্যা ফাঁড়ির পুলিশ । বুধবার উত্তরকন্যা থেকে গ্রেফতার করা হয় বিষ্ণুপদ গুপ্ত নামে এক নিরাপত্তা রক্ষীকে ৷

কয়েক বছর ধরে ওই দু'জন নিরাপত্তারক্ষী কাজ করছেন উত্তরকন্যায় । সচিবালয়ের মতো গুরুত্বপূর্ণ ওই জায়গায় চাকরি করার সুবাদে বহিরাগত ছেলেমেয়েদের কাছ থেকে নানা কাজের প্রলোভন দেখিয়ে তাঁরা টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ । জানা গিয়েছে, জলপাইগুড়ির তিনজন যুবতীর কাছ থেকে মইনুল রহমান কিছু টাকা নেন, শিলিগুড়ি শহরে কোন একটি নার্সিংহোমে চাকরির দেওয়ার নাম করে । টাকা নিতেই যোগাযোগ বন্ধ করে দেন মইনুল । পরে ফোন করে তিনজনকে বুধবার আরেক নিরাপত্তা রক্ষী বিষ্ণুপদ গুপ্তর সঙ্গে সচিবালয়ে দেখা করার কথা বলেন । তিন যুবতী সেখানে পৌঁছনোর পর নিরাপত্তা রক্ষী বিষ্ণুপদ তাঁদের কাছে ফের টাকার দাবি করেন ও বাড়ি চলে যেতে বলেন ।

আরও পড়ুন:কুরিয়ার সার্ভিস সংস্থার নথি জাল করে লক্ষাধিক টাকা প্রতারণা, গ্রেফতার আরও এক

তখন যুবতীদের সন্দেহ হয় যে, তাঁরা প্রতারণার শিকার হয়েছেন । পরবর্তীতে বিষয়টি উত্তরকন্যার আধিকারিকদের জানালে তাঁরা এনজেপি থানার পুলিশকে খবর দেন । পুলিশ পৌঁছে বিষ্ণুপদ গুপ্তকে গ্রেফতার করে । তবে মূল অভিযুক্ত মইনুল রহমান এই ঘটনার পর থেকেই গা ঢাকা দেন । তাঁর খোঁজ শুরু করেছে এনজেপি থানার পুলিশ ।

প্রতারিত হওয়া ঋতু পারভিন বলেন, "আমাদের বেসরকারি হাসপাতালে চাকরি দেবে বলে টাকা চেয়েছিল । একজন টাকা নেয় । তারপর উত্তরকন্যায় আরেকজনের কাছে পাঠায় । সেও টাকা দাবি করে । কিন্তু কোথায় ইন্টারভিউ হবে তা জানায় না । এতেই আমাদের সন্দেহ হয় । তখন আমরা পুলিশকে জানাই ।"

ABOUT THE AUTHOR

...view details