পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

50 লাখ টাকার মদ-সহ শিলিগুড়িতে গ্রেফতার উত্তরপ্রদেশের যুবক - Siliguri liquor recover

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পেট্রোল পাম্প লাগোয়া এলাকা থেকে 5 হাজার 257 লিটার মদ সহ ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় 50 লাখ টাকা ।

liquor
এই গাড়ি থেকেই মদ উদ্ধার করা হয়

By

Published : Apr 28, 2021, 7:51 PM IST

শিলিগুড়ি, 28 এপ্রিল : আবগারি দফতরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি মদ । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আবগারি দফতরের আধিকারিকরা । আবগারি দফতর সূত্রে জানা গেছে, ধৃতের নাম আলি রাজা । সে উত্তরপ্রদেশের বাসিন্দা । ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন ৷ এবং তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।

সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পেট্রোল পাম্প লাগোয়া এলাকা থেকে 5 হাজার 257 লিটার মদ সহ ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় 50 লাখ টাকা ।

আরও পড়ুন - টুইট করে অক্সিজেন চেয়েছিলেন, যুবকের বিরুদ্ধে মামলা দায়ের যোগীরাজ্য়ে

জানা গেছে, ধানের তুষের বস্তার আড়ালে ওই মদ লুকিয়ে অরুণাচল প্রদেশ থেকে আনা হয়েছিল এবং তা বিহারে পাচারের পরিকল্পনা ছিল পাচারকারীদের বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছে আধিকারিকরা । শিলিগুড়ি রেঞ্জের অধীনে ওই অভিযান চালানো হয়েছিল । উপস্থিত ছিলেন বাগডোগরা সার্কেলের ওসি সুভাষ হালদার, নক্সালবাড়ি সার্কেলের আইসি প্রয়াস সুব্বা, ওসি সঞ্জয় রায়, ফাঁসিদেওয়া সার্কেল ওসি উত্তম মাহাতো, শিলিগুড়ি সার্কেলের ওসি চিন্ময় মাহাতো ।

ABOUT THE AUTHOR

...view details