শিলিগুড়ি, 28 এপ্রিল : আবগারি দফতরের অভিযানে উদ্ধার হল বিপুল পরিমাণ বিদেশি মদ । ঘটনায় একজনকে গ্রেফতার করেছে আবগারি দফতরের আধিকারিকরা । আবগারি দফতর সূত্রে জানা গেছে, ধৃতের নাম আলি রাজা । সে উত্তরপ্রদেশের বাসিন্দা । ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জামিনের আবেদন খারিজ করে দেন ৷ এবং তাঁকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন।
সোমবার গোপন সূত্রে খবর পেয়ে শিলিগুড়ি সংলগ্ন ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের পেট্রোল পাম্প লাগোয়া এলাকা থেকে 5 হাজার 257 লিটার মদ সহ ধৃত ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয় । উদ্ধার হওয়া মদের আনুমানিক বাজারমূল্য প্রায় 50 লাখ টাকা ।